leadT1ad

এনবিআরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৩: ৪১
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন কয়েক শ কর্মকর্তা ও কর্মচারী। চলছে লাগাতার শাটডাউন কর্মসূচি। আগারগাঁও, ২৯ জুন। ছবি: ঢাকা স্ট্রিম

দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান নিয়েছেন কর্মকর্তা–কর্মচারীরা।

আজ রোববার এনবিআরসহ দেশের সব শুল্ক-কর কার্যালয়ে পালিত হয়েছে শাটডাউন কর্মসূচি। গতকাল শনিবারও তাঁরা এ কর্মসূচি পালন করেন।

তবে আজ সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালের তুলনায় কম দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, বেলা বাড়লে আরও কর্মকর্তা আন্দোলনে যোগ দেবেন। গতকালও শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। ফলে দেশের সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশন কার্যত বন্ধ হয়ে যায়।

এ দিকে, শাটডাউন কর্মসূচিতে দৈনিক প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি-রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন কয়েক শ কর্মকর্তা ও কর্মচারী। চলছে লাগাতার শাটডাউন কর্মসূচি। আগারগাঁও, ২৯ জুন। ছবি: ঢাকা স্ট্রিম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনের রাস্তায় জড়ো হয়েছেন কয়েক শ কর্মকর্তা ও কর্মচারী। চলছে লাগাতার শাটডাউন কর্মসূচি। আগারগাঁও, ২৯ জুন। ছবি: ঢাকা স্ট্রিম

এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নের দাবিতে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে চলছে অচলাবস্থা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল দুপুরে ঘোষণা দিয়েছে, আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। তাঁদের শর্ত হলো, আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। অভিযোগ, বর্তমান এনবিআর চেয়ারম্যান রাজস্ব খাতের চলমান সংস্কারে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করছেন। উল্টা আন্দোলনকারীদের দমন-নিপীড়ন করা হচ্ছে।

বিষয়:

এনবিআর
Ad 300x250

সম্পর্কিত