leadT1ad

মার্কিন শুল্ক ১৫ শতাংশেরও কমে নামানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২২: ৩৬
রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ বা তারও কম করার চেষ্টা করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনও চলমান। তাই সরকার শুল্ক কমার সম্ভাবনা দেখছে।

তবে এর কোনও নিশ্চয়তা নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটার কোনও গ্যারান্টি নেই। কারণ এটা তো আর আমাদের ওপরে, মানে আমাদের সক্ষমতার ওপরে নির্ভর করে না। এটা যারা আমাদের ওপর এই শুল্ক আরোপ করেছেন, তাদের সিদ্ধান্ত। আমরা যা প্রয়োজন সবকিছু করব।’

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরে নানা আলাপ-আলোচনার মাধ্যমে এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়। গত ১ আগস্ট হোয়াইট হাউস এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

এ ছাড়া, দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’

আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

Ad 300x250

ইসরায়েলের সঙ্গে মিলে কোটি কোটি টাকা খরচায় গুপ্তচরবৃত্তি করেছে আ. লীগ

আনাস আল শরীফ: মৃত্যুর চোখে চোখ রেখে সাংবাদিকতা

মার্কিন শুল্ক ১৫ শতাংশেরও কমে নামানোর চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

জাতীয় যুবশক্তির ইশতেহার ঘোষণা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান সামাজিক প্রতিরোধ কমিটির

সম্পর্কিত