.png)

স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ব্যাখ্যা ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করেছে ছাত্রদল। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
৩১ মে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ডিএমপি বিভিন্ন অস্পষ্ট তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও হত্যাকাণ্ডের রহস্য আড়াল করার চেষ্টা করছে।
গণেশ চন্দ্র রায় বলেন, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থানকালে সাম্যের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী রাব্বির কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে সাম্যকে সুইচগিয়ার দিয়ে আঘাত করা হয়—এ তথ্য ডিএমপি জানিয়েছে। তবে গণেশের দাবি, একজন পেশাদার খুনি না হলে এ কাজ সম্ভব নয়। তিনি বলেন, ডিএমপি এখনো হত্যাকারীর পরিচয় বা এর পেছনে কারা জড়িত—তা স্পষ্ট করতে পারেনি।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাম্যের উপর আঘাত পেশাদার খুনির কাজ ছাড়া সম্ভব না। পুলিশ এ পেশাদার খুনির পরিচয় ও আসল ঘটনাপ্রবাহ গোপন করছে।’
গণেশ আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হত্যাকাণ্ডের পর দায়সারা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। উপাচার্যের অপেশাদার আচরণ ও সাম্যকে নিয়ে ছড়ানো গুজব শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি আরও দাবি করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ড ও ডাকসু নির্বাচনকে যুক্ত করে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। অথচ ছাত্রদল নির্বাচনের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। কিন্তু প্রশাসন অংশীদারদের মতামত উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৭ মে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার সময় সাম্যকে খুন করা হয়। সুইচগিয়ারের আঘাতে তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ব্যাখ্যা ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করেছে ছাত্রদল। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
৩১ মে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ডিএমপি বিভিন্ন অস্পষ্ট তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও হত্যাকাণ্ডের রহস্য আড়াল করার চেষ্টা করছে।
গণেশ চন্দ্র রায় বলেন, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থানকালে সাম্যের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী রাব্বির কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে সাম্যকে সুইচগিয়ার দিয়ে আঘাত করা হয়—এ তথ্য ডিএমপি জানিয়েছে। তবে গণেশের দাবি, একজন পেশাদার খুনি না হলে এ কাজ সম্ভব নয়। তিনি বলেন, ডিএমপি এখনো হত্যাকারীর পরিচয় বা এর পেছনে কারা জড়িত—তা স্পষ্ট করতে পারেনি।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাম্যের উপর আঘাত পেশাদার খুনির কাজ ছাড়া সম্ভব না। পুলিশ এ পেশাদার খুনির পরিচয় ও আসল ঘটনাপ্রবাহ গোপন করছে।’
গণেশ আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হত্যাকাণ্ডের পর দায়সারা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। উপাচার্যের অপেশাদার আচরণ ও সাম্যকে নিয়ে ছড়ানো গুজব শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি আরও দাবি করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ড ও ডাকসু নির্বাচনকে যুক্ত করে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। অথচ ছাত্রদল নির্বাচনের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। কিন্তু প্রশাসন অংশীদারদের মতামত উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৭ মে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার সময় সাম্যকে খুন করা হয়। সুইচগিয়ারের আঘাতে তিনি মারা যান।
.png)

অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন-অর-রশীদ, তাঁর স্ত্রী এবং দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে দুই দফা নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে—জরাজীর্ণ ও সংস্কার প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর তালিকা সংগ্রহ এবং সিসিটিভি–সুবিধা রয়েছে এমন কেন্দ্রগুলোর হালনাগাদ হিসাব।
১ ঘণ্টা আগে
প্রতারণার মামলায় মহাদেব চন্দ্র সাধু নামের এক ব্যক্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক তার জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।
৪ ঘণ্টা আগে
২০২৬ সালের র্যাংকিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের ৪৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। র্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), অবস্থান ১৩২তম।
৬ ঘণ্টা আগে