leadT1ad

ঢাকার ‘পটারি পুকুর’ রক্ষায় হাইকোর্টের রুল, রূপায়ণের নির্মাণকাজ স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭: ১৩
হাইকোর্ট ভবন। ছবি: বাসস

রাজধানীর রায়েরবাজার এলাকায় ‘পটারি পুকুর’ নামে পরিচিত পুকুর ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগ কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের দেওয়া অবস্থানগত ছাড়পত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রুলে ঢাকার সরাই জাফরাদ মৌজায় অবস্থিত পুকুরটি (স্থানীয়ভাবে পটারি পুকুর নামে পরিচিত) ভরাট থেকে রক্ষায় বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া, পুকুরটি ভরাট থেকে রক্ষা, ভরাটকৃত অংশ পুনরুদ্ধার ও এটিকে ‘পুকুর’ হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রায়েরবাজার এলাকার সরাই জাফরাদ মৌজায় আরএস জরিপের ১৩৫১ নম্বর দাগে ৬৫ দশমিক ২৮ শতাংশ জায়গাজুড়ে বিসিকের মালিকানাধীন একটি জোড়া পুকুর রয়েছে, যা ‘পটারি পুকুর’ নামে পরিচিত। রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড নামের একটি আবাসন কোম্পানি এই পুকুর ভরাট করে সেখানে ‘রূপায়ন গ্রিন প্যারাডাইজ’ নামে ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

বেলার অভিযোগ, ২০১৩ সালের স্যাটেলাইট ইমেজে পুকুরটি দৃশ্যমান থাকলেও ২০১৯ সালে তা সম্পূর্ণ ভরাট করা হয়। পরে ২০২২ সালে পুকুরের একাংশ (প্রায় ৩০ শতাংশ) পুনরুদ্ধার করা হলেও অবশিষ্ট ৩৫ দশমিক ২৮ শতাংশ ভরাটই থেকে যায়। সম্প্রতি পুনরুদ্ধার করা অংশটিও পুনরায় ভরাটের উদ্যোগ নেওয়া হলে বেলা সম্পূর্ণ পুকুরটি রক্ষায় এবং ভরাট হওয়া অংশ পুনরুদ্ধারের জন্য এই মামলা দায়ের করে।

মামলায় পরিবেশ, ভূমি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, বিসিক ও রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এস হাসানুল বান্না। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তৌহিদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত