স্ট্রিম প্রতিবেদক
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রসিকিউশন পক্ষ পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং এরপরই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি এবং অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট সংখ্যক সাক্ষী হাজির করতে পারেননি।
যুক্তিতর্কে আমির হোসেন বলেন, ‘স্নাইপার রাইফেল দিয়ে গুলি করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো স্নাইপার রাইফেল উদ্ধার হয়নি। তদন্ত কর্মকর্তা বা প্রসিকিউশন এ রকম কোনো আলামত ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেনি।’
আমির হোসেন আরও বলেন, ‘আন্দোলন যখন কোটাকেন্দ্রিক ছিল, তখন তা বৈধ ছিল। কিন্তু যখন সেটি সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, তখন তা অবৈধ হয়ে যায়।’
তদন্তকে ‘অসম্পূর্ণ’ আখ্যা দিয়ে আমির হোসেন বলেন, ‘এত মানুষ হত্যা হয়েছে, অথচ তদন্ত কর্মকর্তা একটিও অস্ত্র জব্দ করতে পারেননি। এই ব্যর্থতার দায় তাঁর ওপরই বর্তায়।’
আইনজীবী আমির হোসেন প্রসিকিউশনের আনা সাক্ষীদের সাক্ষ্য খণ্ডনের চেষ্টা করেন। বিশেষ করে, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য প্রত্যাখ্যান করে আমির হোসেন দাবি করেন, ‘অন্যের ঘাড়ে বন্দুক রেখে রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন।’ মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বলেও তিনি যুক্তি দেখান।
এদিকে, মামলার বিচারিক কার্যক্রম বৃহস্পতিবার শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে মিজানুল ইসলাম বলেন, ‘পলাতক আসামি হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপরই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে।’
এর আগে গত ১৬ অক্টোবর প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি মামলার দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি এবং তাঁদের অবৈধ সম্পদ ক্রোক করে গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়টি তিনি আদালতের ওপর ছেড়ে দেন।
উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনাসহ তিনজন আসামি রয়েছেন। তাঁরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে আইজিপি মামুন পরে রাজসাক্ষী হিসেবে হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ৮ অক্টোবর এ মামলায় ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রসিকিউশন পক্ষ পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং এরপরই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি এবং অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট সংখ্যক সাক্ষী হাজির করতে পারেননি।
যুক্তিতর্কে আমির হোসেন বলেন, ‘স্নাইপার রাইফেল দিয়ে গুলি করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো স্নাইপার রাইফেল উদ্ধার হয়নি। তদন্ত কর্মকর্তা বা প্রসিকিউশন এ রকম কোনো আলামত ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেনি।’
আমির হোসেন আরও বলেন, ‘আন্দোলন যখন কোটাকেন্দ্রিক ছিল, তখন তা বৈধ ছিল। কিন্তু যখন সেটি সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, তখন তা অবৈধ হয়ে যায়।’
তদন্তকে ‘অসম্পূর্ণ’ আখ্যা দিয়ে আমির হোসেন বলেন, ‘এত মানুষ হত্যা হয়েছে, অথচ তদন্ত কর্মকর্তা একটিও অস্ত্র জব্দ করতে পারেননি। এই ব্যর্থতার দায় তাঁর ওপরই বর্তায়।’
আইনজীবী আমির হোসেন প্রসিকিউশনের আনা সাক্ষীদের সাক্ষ্য খণ্ডনের চেষ্টা করেন। বিশেষ করে, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য প্রত্যাখ্যান করে আমির হোসেন দাবি করেন, ‘অন্যের ঘাড়ে বন্দুক রেখে রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন।’ মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বলেও তিনি যুক্তি দেখান।
এদিকে, মামলার বিচারিক কার্যক্রম বৃহস্পতিবার শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে মিজানুল ইসলাম বলেন, ‘পলাতক আসামি হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপরই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে।’
এর আগে গত ১৬ অক্টোবর প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। তিনি মামলার দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি এবং তাঁদের অবৈধ সম্পদ ক্রোক করে গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়টি তিনি আদালতের ওপর ছেড়ে দেন।
উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনাসহ তিনজন আসামি রয়েছেন। তাঁরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে আইজিপি মামুন পরে রাজসাক্ষী হিসেবে হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ৮ অক্টোবর এ মামলায় ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
দেশে একটি অপশক্তি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য খুবই উসকানি দিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গাজীপুরের টঙ্গী থেকে এক ইমামের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি প্রশাসনকে দ্রুততার সঙ্গে এ ব্যাপারে বস্তুনিষ্ঠ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
১৪ মিনিট আগেনতুন আইনে সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হলো আদালত কর্তৃক পলাতক ঘোষিত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। অর্থাৎ, যাঁদের বিরুদ্ধে আদালতের সমন জারি বা হাজিরার নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে থাকছেন, আদালত তাঁদের ‘পলাতক’ হিসেবে ঘোষণা করলে তাঁরা কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট। শেষবারের মতো এই সময় দেওয়া হলো উল্লেখ করে আদালত বলেছে, ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্দেশ খাতুনকে গলা কেটে হত্যা করেছেন তাঁর নাতি সজিব হাসান (২২)। প্রায় পঁচাশি বছর বয়সী দাদিকে হত্যার পর ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন তিনি। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত একটার পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
১ ঘণ্টা আগে