leadT1ad

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ২২: ৫৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. হযরত আলী। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক।

১ মে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, পূর্ণকালীন উপাচার্য নিয়োগ দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. হযরত আলী রুটিন দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপাচার্য গণমাধ্যমকে বলেন, ‘একটু আগে প্রজ্ঞাপন পেলাম। এরপর আমি চুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাৎ করব৷ পরবর্তীতে এখান থেকে রিলিজ নিয়ে কুয়েটে যোগদান করব। আগামী দুই দিন প্রশাসন বন্ধ থাকবে। তাই যোগদানে একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বলা দরকার, ছাত্ররাজনীতি বন্ধের প্রশ্নে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল ও বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর এ হামলা চালায় এবং এ সময় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়।

এ সকল অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে বসেন শিক্ষার্থীরা। ৫৮ ঘণ্টা অনশনের পর গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।      

বিষয়:

উপাচার্য
Ad 300x250

৩২ নম্বরে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

জুলাই সনদ কিছুটা পরিমার্জিত হয়েছে, সেজন‍্য আমরা সন্তুষ্ট: মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু

জুলাই সনদকে ঐকমতের দলিল বলা যাবে না: রুহিন হোসেন প্রিন্স

আর কেউ নিয়ে যাক না যাক, সনদকে আমরা জনগণের কাছে নিয়ে যাব: আমির খসরু মাহমুদ চৌধুরী

আমাদের অবস্থান হলো এলএফওর অধীনে নির্বাচন: নাহিদ ইসলাম

সম্পর্কিত