leadT1ad

এক মাস হাজতবাস শেষে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০২: ৩৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ বুধবার রাত ১২টার দিকে ১১ নারী, ২ পুরুষ ও ৭ শিশুকে ঠেলে দেয় তারা। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার (২২ মে) পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার আগে একমাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখা হয়েছিল তাদের। সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি ও থানা পুলিশ জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ৭ নারী ও চার শিশুকে ঠেলে পাঠায় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা। পরে বাংলাদেশের ৪০০ গজ ভেতর থেকে তাদের আটক করে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা।

এছাড়া বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৩ শিশু, ৪ নারী ও দুজন পুরুষকে ঠেলে দেওয়া হয়। ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের জামালদহ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে দেয়। টের পেয়ে বাংলাদেশের ৫০০ গজ ভেতর থেকে তাদের আটক করেন ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভারত থেকে বিএসএফের ঠেলে দেয় নারী ও শিশুসহ ২০ জনকে। তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাগরিকত্ব যাচাইসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

বিএসএফ
Ad 300x250

যেসব বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য হয়েছে, সেসবের তালিকা আজই দেওয়া হবে: আলী রীয়াজ

সুনামি কী? কেন বারবার পূর্ব এশিয়াতেই আঘাত হানে

গিয়াস কাদেরের পদ স্থগিত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

‘আর দেখা হবে না, দেখা হবে না’: জুয়েল ভাই, কেন আপনি নিজের গানকে সত্যি করে চলে গেলেন

গাজীপুর সাফারি পার্ক থেকে তোলা বাঘের ছবি। ছবি: আশরাফুল আলম

সম্পর্কিত