leadT1ad

আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২: ৩৫

স্ট্রিম প্রতিবেদক  

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিলের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ।

সোমবার (আজ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ শুনানির জন্য এ দিন ঠিক করেন। এর আগে গত ১৫ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এই শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছিল। আজ আদালতের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের আপিল দুটি ১ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তিনি জানান, আপিল দুটি আজ শুনানির তালিকায় থাকলেও প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক নেতা-কর্মী। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২০১৮ সালে মামলার রায় ঘোষণা করে। রায়ে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় বাতিল করে আসামিদের খালাস দেন।

এরপর গত ১৯ ডিসেম্বর হাইকোর্টের ৭৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষ পরে পৃথক দুটি লিভ টু আপিল করে। গত ১৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন দুটি নিয়মিত বেঞ্চে পাঠান। পরবর্তীতে এগুলো একত্রে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।

রাষ্ট্রপক্ষ আশা করছে, উচ্চ আদালতে পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল করার অনুমতি মিলবে।

বিষয়:

২১ আগস্ট
Ad 300x250

জুলাই হত্যার বিচারে ‘ক্যাঙারু কোর্ট’-এর পুনরাবৃত্তি হবে না: প্রেস সচিব

শিবির উপস্থিত থাকায় উপাচার্যের সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট বামপন্থীদের একাংশের

এনসিপিসহ নতুন ১৬ দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী, পদে আছেন হত্যা মামলার আসামিও

উৎসবের ছোঁয়া লাগলেও অভ্যুত্থান-পরবর্তী সময় বাংলাদেশের জন্য এখনো কঠিন

সম্পর্কিত