পিটিআইর অভিযোগ
স্ট্রিম ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। তাঁকে সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী ও ঘনিষ্ঠদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এমনটাই দাবি করেছে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিটিআইর কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একাকী রাখা হচ্ছে। তাঁকে পত্রিকা, টেলিভিশন, বই পড়তে দেওয়া হচ্ছে না এবং আইনজীবী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
এমন আচরণকে মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন দাবি করে শেখ আকরাম বলেন, ইমরান খানকে কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার অধিকার অস্বীকার করে সরাসরি আদালতের অবমাননা করা হচ্ছে।
শেখ আকরাম আরও জানান, একই ধরনের নিষেধাজ্ঞা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ওপরেও আরোপ করা হয়েছে। তাঁকেও পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের বোন আলিমা খানকেও তাঁর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে শেখ আকরাম বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে কার্যনির্বাহী বিভাগ প্রকাশ্য আদালতকে চ্যালেঞ্জ করছে। এটা শুধু বিচার বিভাগের অপমান নয়, বরং পুরো ন্যায়বিচার ব্যবস্থার অপমান। বিচার বিভাগকে হারানো বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে।
পিটিআইর অন্যান্য কারাবন্দি নেতাদের প্রতিও দুর্ব্যবহার করা হচ্ছে দাবি করে আকরাম বলেন, শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।
১৫ জুলাই পাকিস্তান নির্বাচন কমিশন (পিইসি) ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ইস্যুতে সংসদ সদস্য জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণা করে। এ প্রসঙ্গে শেখ আকরাম বলেন, সংবিধানের ৬২(১)(ডি) ধারা ব্যবহার করে রাজনীতিবিদ জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণার ঘটনা নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, এখন সংবিধানকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অর্থনৈতিক ইস্যুতেও বর্তমান সরকারকে আক্রমণ করে আকরাম বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে।
পাশাপাশি, সরকারকে ৯২ বিলিয়ন টাকার চিনি কেলেঙ্কারির জন্যও অভিযুক্ত করেন শেখ আকরাম।
তথ্যসূত্র: পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। তাঁকে সংবাদপত্র, টেলিভিশন বা বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি আইনজীবী ও ঘনিষ্ঠদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এমনটাই দাবি করেছে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিটিআইর কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একাকী রাখা হচ্ছে। তাঁকে পত্রিকা, টেলিভিশন, বই পড়তে দেওয়া হচ্ছে না এবং আইনজীবী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
এমন আচরণকে মানসিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন দাবি করে শেখ আকরাম বলেন, ইমরান খানকে কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার অধিকার অস্বীকার করে সরাসরি আদালতের অবমাননা করা হচ্ছে।
শেখ আকরাম আরও জানান, একই ধরনের নিষেধাজ্ঞা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ওপরেও আরোপ করা হয়েছে। তাঁকেও পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানের বোন আলিমা খানকেও তাঁর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে শেখ আকরাম বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে কার্যনির্বাহী বিভাগ প্রকাশ্য আদালতকে চ্যালেঞ্জ করছে। এটা শুধু বিচার বিভাগের অপমান নয়, বরং পুরো ন্যায়বিচার ব্যবস্থার অপমান। বিচার বিভাগকে হারানো বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে।
পিটিআইর অন্যান্য কারাবন্দি নেতাদের প্রতিও দুর্ব্যবহার করা হচ্ছে দাবি করে আকরাম বলেন, শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।
১৫ জুলাই পাকিস্তান নির্বাচন কমিশন (পিইসি) ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ইস্যুতে সংসদ সদস্য জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণা করে। এ প্রসঙ্গে শেখ আকরাম বলেন, সংবিধানের ৬২(১)(ডি) ধারা ব্যবহার করে রাজনীতিবিদ জামশেদ দস্তিকে অযোগ্য ঘোষণার ঘটনা নজিরবিহীন। তিনি অভিযোগ করেন, এখন সংবিধানকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অর্থনৈতিক ইস্যুতেও বর্তমান সরকারকে আক্রমণ করে আকরাম বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে।
পাশাপাশি, সরকারকে ৯২ বিলিয়ন টাকার চিনি কেলেঙ্কারির জন্যও অভিযুক্ত করেন শেখ আকরাম।
তথ্যসূত্র: পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় নরওয়েতে থাকা নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। এছাড়া অস্ট্রেলিয়াস্থ দূতাবাসও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
১৮ ঘণ্টা আগেমিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। এতে তারা ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বিবৃতিটি প্রকাশিত হয় সোমবার, মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনের পর।
১৮ ঘণ্টা আগেদেশব্যাপী ছড়িয়ে পড়া জেন-বিক্ষোভ থেকে প্রাণে বাঁচতে ‘নিরাপদ স্থানে’ পালিয়ে গেছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ঠিক কোথায় আশ্রয় নিয়েছেন তা এখনো পরিষ্কার না। তবে গুঞ্জন আছে তাঁকে ফ্রান্স নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যদিও ফ্রান্স কর্তৃপক্ষ এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু
১৯ ঘণ্টা আগেব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।
১৯ ঘণ্টা আগে