স্ট্রিম ডেস্ক
বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারের সমন্বিত ও গতিশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ড্রেয়ার এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত, দক্ষ ও সিদ্ধান্তমূলক সহযোগিতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
ইউনূসের ডিজিটাল স্বপ্ন: শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য
বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, বর্ষাকালে দেশের অনেক অঞ্চলই বন্যা ও জলাবদ্ধতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পার্বত্য অঞ্চলসহ দুর্গম এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব প্রকট। এ প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ এখন অপরিহার্য।
তিনি বলেন, ‘আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বমানের শিক্ষকের ক্লাস পেতে পারে। এ ছাড়া আমরা চাই, এসব এলাকার মানুষ যেন অনলাইনে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকলে ভবিষ্যৎ চিকিৎসাও সহজ হবে।’
নারী ও মাতৃস্বাস্থ্য প্রসঙ্গে ইউনূস বলেন, ‘গর্ভাবস্থার সময় চিকিৎসকের কাছে যেতে নারীদের পুরুষ অভিভাবকের সহায়তা নিতে হয়। ডিজিটাল সেবার মাধ্যমে তাঁরা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন, যা নারীর স্বাধীনতা ও স্বাস্থ্যসুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কথা তিনি উল্লেখ করে বলেন, ‘অনেকেই ভাষাগত কারণে বিদেশি চিকিৎসকের কাছে যেতে দ্বিধা বোধ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে তারা দেশে থাকা চিকিৎসকদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।’
প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনার যেসব উদাহরণ আমরা শুনলাম, তা বিশ্বের অন্যান্য নেতাদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি আপনার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’
তিনি ইউনূসের দুর্নীতিবিরোধী পদক্ষেপেরও প্রশংসা করে বলেন, ‘আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, দুর্নীতি যে কী ভয়ংকর সমস্যা হতে পারে, তা জানি। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে ভাবনা আপনি দিয়েছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারের সমন্বিত ও গতিশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ড্রেয়ার এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত, দক্ষ ও সিদ্ধান্তমূলক সহযোগিতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
ইউনূসের ডিজিটাল স্বপ্ন: শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য
বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, বর্ষাকালে দেশের অনেক অঞ্চলই বন্যা ও জলাবদ্ধতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পার্বত্য অঞ্চলসহ দুর্গম এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব প্রকট। এ প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ এখন অপরিহার্য।
তিনি বলেন, ‘আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বমানের শিক্ষকের ক্লাস পেতে পারে। এ ছাড়া আমরা চাই, এসব এলাকার মানুষ যেন অনলাইনে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকলে ভবিষ্যৎ চিকিৎসাও সহজ হবে।’
নারী ও মাতৃস্বাস্থ্য প্রসঙ্গে ইউনূস বলেন, ‘গর্ভাবস্থার সময় চিকিৎসকের কাছে যেতে নারীদের পুরুষ অভিভাবকের সহায়তা নিতে হয়। ডিজিটাল সেবার মাধ্যমে তাঁরা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন, যা নারীর স্বাধীনতা ও স্বাস্থ্যসুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কথা তিনি উল্লেখ করে বলেন, ‘অনেকেই ভাষাগত কারণে বিদেশি চিকিৎসকের কাছে যেতে দ্বিধা বোধ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে তারা দেশে থাকা চিকিৎসকদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।’
প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনার যেসব উদাহরণ আমরা শুনলাম, তা বিশ্বের অন্যান্য নেতাদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি আপনার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’
তিনি ইউনূসের দুর্নীতিবিরোধী পদক্ষেপেরও প্রশংসা করে বলেন, ‘আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, দুর্নীতি যে কী ভয়ংকর সমস্যা হতে পারে, তা জানি। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে ভাবনা আপনি দিয়েছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ।’
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মাঝরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাঁদের নিয়ে যায়।
৪ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার অফিসের মধ্যে একটি তিন বছর মেয়াদি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৬ ঘণ্টা আগেস্থানীয় ও জাতীয় পর্যায়ের সব ধরনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে পর্যবেক্ষক হতে গেলে ন্যূনতম এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
৮ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নগারিক কমিটির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে