স্ট্রিম ডেস্ক
নেপালে জেন-জি বিক্ষোভের নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সিগদেল বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা আমাদের সবার যৌথ দায়িত্ব। তাই আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানাচ্ছি এবং সব পক্ষকে আলোচনার পথে আসার আহ্বান করছি।’
ভিডিও বার্তায় সেনাপ্রধান দেশজুড়ে বিক্ষোভে নিহতদের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সিগদেল জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা প্রত্যেক নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে নেপাল সেনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
জেন-জি বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্যে নেতিবাচক প্রভাব না ফেলে সে ব্যাপারে সতর্ক করে সেনাপ্রধান বলেন, কোনো অবস্থাতেই বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, জনসাধারণের সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।
সেনাবাহিনীর সতর্কবার্তা
এদিকে, মঙ্গলবার রাতেই নেপালি সেনাবাহিনী জানিয়েছে, যদি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতে থাকে তবে রাত ১০টা পর থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েন করবে। জেন-জি বিক্ষোভ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও জনসম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।
বিবৃতিতে নাগরিকদের সংযম প্রদর্শন এবং আরও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়।
নেপালে জেন-জি বিক্ষোভের নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সিগদেল বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা আমাদের সবার যৌথ দায়িত্ব। তাই আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানাচ্ছি এবং সব পক্ষকে আলোচনার পথে আসার আহ্বান করছি।’
ভিডিও বার্তায় সেনাপ্রধান দেশজুড়ে বিক্ষোভে নিহতদের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সিগদেল জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা প্রত্যেক নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে নেপাল সেনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
জেন-জি বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্যে নেতিবাচক প্রভাব না ফেলে সে ব্যাপারে সতর্ক করে সেনাপ্রধান বলেন, কোনো অবস্থাতেই বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, জনসাধারণের সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।
সেনাবাহিনীর সতর্কবার্তা
এদিকে, মঙ্গলবার রাতেই নেপালি সেনাবাহিনী জানিয়েছে, যদি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতে থাকে তবে রাত ১০টা পর থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েন করবে। জেন-জি বিক্ষোভ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও জনসম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।
বিবৃতিতে নাগরিকদের সংযম প্রদর্শন এবং আরও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৯ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
১১ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১৪ ঘণ্টা আগে