leadT1ad

নেপালে সংলাপের আহ্বান সেনাপ্রধানের, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪২
নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেপালে জেন-জি বিক্ষোভের নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সিগদেল বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা আমাদের সবার যৌথ দায়িত্ব। তাই আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানাচ্ছি এবং সব পক্ষকে আলোচনার পথে আসার আহ্বান করছি।’

ভিডিও বার্তায় সেনাপ্রধান দেশজুড়ে বিক্ষোভে নিহতদের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সিগদেল জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা প্রত্যেক নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে নেপাল সেনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

জেন-জি বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্যে নেতিবাচক প্রভাব না ফেলে সে ব্যাপারে সতর্ক করে সেনাপ্রধান বলেন, কোনো অবস্থাতেই বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, জনসাধারণের সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।

সেনাবাহিনীর সতর্কবার্তা

এদিকে, মঙ্গলবার রাতেই নেপালি সেনাবাহিনী জানিয়েছে, যদি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতে থাকে তবে রাত ১০টা পর থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েন করবে। জেন-জি বিক্ষোভ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও জনসম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।

বিবৃতিতে নাগরিকদের সংযম প্রদর্শন এবং আরও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত