leadT1ad

৪৯তম বিশেষ বিসিএস: ১০ অক্টোবর ঢাকায় এমসিকিউ পরীক্ষা

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংগৃহীত ছবি

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন এ তথ্য জানিয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd

এবং পত্রিকায় প্রকাশ করা হবে।

সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

Ad 300x250

সম্পর্কিত