leadT1ad

‘কিস ক্যাম’ বিড়ম্বনায় সরিয়ে দেওয়া হলো অ্যাস্ট্রোনোমার সিইওকে

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৯: ২৮
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৯: ৩২
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরো শহরে অল্টারনেটিভ রক ব্যান্ড কোল্ডপ্লে’র কনসার্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরো শহরে সম্প্রতি অল্টারনেটিভ রক ব্যান্ড কোল্ডপ্লে’র কনসার্টে ঘটেছে এক বিব্রতকর ঘটনা।

বুধবার রাতে (১৬ জুলাই) ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কনসার্ট চলাকালে ক্যামেরা ঘুরিয়ে দর্শকদের দিকে নজর দিচ্ছিল আয়োজকেরা। সেখানে হঠাৎ সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনোমার’ সিইও অ্যান্ডি বায়রনকে।

স্টেডিয়ামের জায়ান্ট ট্রন স্ক্রিনে দেখা যায়, বায়রন ও একজন নারী ঘনিষ্ঠভাবে একসঙ্গে বসে আছেন। তাঁরা মঞ্চের দিকে তাকিয়ে কনসার্ট উপভোগ করছিলেন। ক্যামেরা তাদের ওপর ফোকাস করতেই দুজনই দ্রুত সরে যান এবং মুখ লুকাতে চেষ্টা করেন। বায়রন নিজেকে আড়াল করতে নিচু হয়ে বসে পড়েন।

ঘটনাটি দেখেই কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে রসিকতা করে বলেন, ‘ওহো, এরা তো দারুণ! হয়তো পরকীয়া করছে, নয়তো এরা খুব লাজুক।’

এর পরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুতই শনাক্ত করেন, যে ভিডিওতে থাকা পুরুষটি অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বায়রন এবং তাঁর সঙ্গে থাকা নারী হলেন প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার (প্রধান মানবসম্পদ কর্মকর্তা) ক্রিস্টিন ক্যাবট।

ভিডিও ভাইরাল হওয়ার পর কোম্পানিটি শুক্রবার রাতে এক বিবৃতি দেয়। সেখানে জানানো হয়, বায়রন আপাতত দায়িত্বে নেই। এখন থেকে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি-জয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা সর্বোচ্চ মাত্রার পেশাদার আচরণ এবং জবাবদিহিতা প্রত্যাশা করি।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ বিষয়টি তদন্তে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বলে জানানো হয়।

তবে কনসার্টের ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল ভিডিওতে থাকা তৃতীয় ব্যক্তিকে ভুলভাবে চিহ্নিত করা এবং একটি ভুয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে অ্যাস্ট্রোনোমার সিইও’র নামে একটি ভুয়া বিবৃতি প্রকাশ।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ, মিম এবং নানা হাস্যরসাত্মক ভিডিও ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নেটিজেনদের আগ্রহের মাত্রা এতটাই তুঙ্গে যে, অনেকেই কনসার্টের ভিডিওকে নতুন করে সম্পাদনা করে উপস্থাপন করছেন।

Ad 300x250

সম্পর্কিত