leadT1ad

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২.৪৮ বিলিয়ন ডলার, বেড়েছে ৩০ শতাংশ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১: ৪৬
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২.৪৮ বিলিয়ন ডলার। ছবি: এক্স থেকে নেওয়া

নতুন অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিলেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় এই আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।

২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর ব্যবস্থা, প্রবাসী আয়ে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন— এসব কারণে রেমিট্যান্সে এমন চাঙাভাব দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসেও প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় ১১ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের প্রাপ্ত রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা এক বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরভিত্তিক প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।

Ad 300x250

সম্পর্কিত