leadT1ad

সব করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল সরকার

ইউএনবি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২: ৫৭
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২২: ৩৩
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে সোমবার থেকে আয়কর রিটার্ন জমার প্রক্রিয়া শুরু হবে। ছবি: সংগৃহীত

দেশে সব শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

রোববার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৪ আগস্ট) থেকে আয়কর রিটার্ন জমার এ প্রক্রিয়া শুরু হবে।

নির্দেশনায় বলা হয়েছে, চার শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এরা হলেন— ৬৫ বা তদূর্ধ্ব বছর বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম করতাদা, বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি— যারা চাইলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে এনবিআর আরও বলেছে, এই চার শ্রেণির করদাতার কেউ চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিলে ব্যর্থ হন, তবে তিনি চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করতে পারবেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

Ad 300x250

সম্পর্কিত