বাউল নির্যাতন /
ভিডিও থাকলেও হামলাকারীদের ‘চিনছে না’ কেউ
বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর অনুসারীরা গতকাল রবিবার মানিকগঞ্জ শহরের প্রেস ক্লাবে সামনে মানববন্ধনের ডাক দেয়। একই স্থানে সভা আহ্বান করে হেফাজতে ইসলাম, ইমাম সমিতি, ইমাম পরিষদ, খেলাফত মজলিসসহ কয়েকটি সংগঠন।