.png)

স্ট্রিম ডেস্ক

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
৭ মে, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যাচ্ছে। এ দুটি প্রতিষ্ঠান হলো আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। তখন আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এটি বন্ধ করে দিয়েছি।’
তথ্য ফাঁসের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের ঘটনায় গত ফেব্রুয়ারি থেকে পাঁচটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা বন্ধ রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
বলা দরকার, এনআইডি যাচাইয়ের জন্য ১৮৬টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ।

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
৭ মে, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যাচ্ছে। এ দুটি প্রতিষ্ঠান হলো আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। তখন আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এটি বন্ধ করে দিয়েছি।’
তথ্য ফাঁসের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের ঘটনায় গত ফেব্রুয়ারি থেকে পাঁচটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা বন্ধ রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
বলা দরকার, এনআইডি যাচাইয়ের জন্য ১৮৬টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ।
.png)