মরক্কোতে কেন জেন জি আন্দোলন
মরক্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। গত শনিবার থেকে অন্তত ১১টি শহরে হাজারো তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছে। রাজধানী রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরে বড় সমাবেশ হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন জেড বা জেন জির সদস্য।