সম্প্রতি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় এসেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। উঠেছে তাঁকে গ্রেপ্তারের দাবিও।
গত ২৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বরিশাল বাংলাবাজারের একটি বাড়ি থেকে সিআইডির কর্মকর্তারা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছেন। কিন্তু ২০২২ সালে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া তৌহিদ আফ্রিদির সেই ভিডিওর কথা মনে আছে? আফ্রিদির স্ক্রিপ্ট অনুযায়ী, পুলিশ তাঁর বাসায় আসবে ধরে নিয়ে যেতে।