এডগার অ্যালেন পো: বাল্টিমোরের কুয়াশায় হারিয়ে যাওয়া কবি
আজ নন্দিত কবি ও রহস্য উপন্যাসের অন্যতম পুরোধা এডগার অ্যালেন পো’য়ের মৃত্যু দিবস। পো ছিলেন অন্ধকার, বিভ্রম আর ভয়ের সৌন্দর্যের নান্দনিক রূপকার। এডগার অ্যালান পোয়ের মৃত্যুও যেন তাঁর নিজেরই সাহিত্যের উপমা। কেমন ছিল তাঁর জীবনের শেষদিনগুলো?