বাউলসুর থেকে জাতীয় সংগীত: ‘আমার সোনার বাংলা’র ইতিহাস
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’—শুধু একটি গান নয়, এটি আমাদের আবেগ আর আত্মপরিচয়ের অংশ। এই গান ঘিরে রয়েছে নানা বিতর্ক; সেটি রাজনৈতিক, সাংস্কৃতিক—সব দিকেই। রয়েছে সুরের উৎস, স্বত্ব আর স্বীকৃতির প্রশ্ন। বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান কেমন করে হয়ে উঠল বাংলাদেশের জাতীয় সংগীত? এই গানের গড়ে ওঠা,