leadT1ad

সড়কে মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি

অসাবধানতা থেকে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন অমান্য করে, নিজ জীবনের ঝুঁকি নিয়ে এমনভাবে রাস্তা পার হওয়া শুধুমাত্র ব্যক্তির নয়, আশেপাশের পথচারী ও চালকদের জন্যও হয়ে উঠছে হুমকিস্বরূপ।

রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিন চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য—কানে মোবাইল ফোন বা হেডফোন লাগিয়ে, চোখ ফোনের স্ক্রিনে রেখে রাস্তা পার হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। অনেকেই আবার ফোনে কথা বলতে বলতে কিংবা ম্যাসেজ করতে করতে হঠাৎ করেই রাস্তায় নেমে পড়ছেন। নেই আশপাশের প্রতি খেয়াল, নেই গাড়ির গতি বা সিগনালের হিসাব।

আশরাফুল আলম
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৩: ১৬
যাত্রীসহ মুঠোফোন কানে চেপে চলছে এক মোটরসাইকেল চালক। স্ট্রিম ছবি
ফোনে কথা অবস্থায় চলন্ত বাসের সামনে সড়ক পার হচ্ছেন এক নারী। স্ট্রিম ছবি
দুই যানবাহনের মাঝকান দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পারপার হচ্ছেন এক পথচারী। স্ট্রিম ছবি
মোটরসাইকেল চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলা ঝুঁকি জেনেও চলছে এক চালক। স্ট্রিম ছবি
ফোনে কথা বলতে বলতে সড়ক পার হচ্ছেন এক নারী। স্ট্রিম ছবি
ফোন হাতে নিয়ে আসতর্কভাবে সড়কের মাঝকান দিয়ে হাটছে এক ব্যক্তি। স্ট্রিম ছবি
Ad 300x250

সম্পর্কিত