leadT1ad

এনসিপির মাসব্যাপী পদযাত্রা

নাহিদ ইসলাম বললেন /এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নি

নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছর শেখ হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব।

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৮: ৩৫
গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। স্ট্রিম ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নি। নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেব না।

‘দেশ গড়ি জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার বেলা তিনটার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত পথসমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ‘রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে… দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা ঘরে ফিরব।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে হাজারো মানুষ ও ছাত্র আহত—শহীদ হয়েছেন। একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমন চালাবে না, মতপ্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না।

মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে পারবে উল্লেখ করে তিনি বলেন, ''জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দেব না। শহীদরা রক্ত দিয়েছেন, প্রয়োজন আমরা আবারও রক্ত দেব।’

নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছর শেখ হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। বিকেল তিনটার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা।

পদযাত্রায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

এ মূহুর্তে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে: খালেদা জিয়া

নির্মাণের ত্রুটি আমলে নেয়নি ঠিকাদার, ২ প্রকৌশলীসহ নিহত ৩

১ জুলাই প্রথমবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামটি আসে

ফাঁস হওয়া ফোনালাপ কেন্দ্র করে বরখাস্ত হলেন থাই প্রধানমন্ত্রী

সম্পর্কিত