leadT1ad

বৈষম্য নিরসনে সবাই লড়াই করলেও রাষ্ট্র থেকে বৈষম্য দূর হয়নি: আবু সাঈদের ভাই

বৈষম্য নিরসনের জন্য সবাই লড়াই করলেও আদৌ রাষ্ট্র থেকে বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেন আবু হোসেন। তিনি বলেন, ‘বাজেটে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। সরকারে উপদেষ্টা পরিষদে শুধু নির্দিষ্ট একটা অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে।

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫: ৫২
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭: ৩৯
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের বড়ভাই আবু হোসেন। স্ট্রিম ছবি

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শহীদ আবু সাঈদের পীরগঞ্জের বাড়ি থেকে শুরু হয়। এ সময় আবু হোসেন স্ট্রিমকে এসব কথা বলেন।

আবু হোসেন বলেন, ‘১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে। তারা (সরকার) যদি আগেই ঘোষণা দিত, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, তাহলে আমাদের আপত্তির জায়গাটা কম থাকত। কিন্তু ঘোষণা দেওয়ার পর আবার অন্য নামে সেটা পরিবর্তন করা একজন শহীদের জন্য অপমানজনক। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এর প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। যার অনুপ্রেরণা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, তাঁর জন্য তারা একটা দিন রাখতে পারল না!’

আবু হোসেন আক্ষেপ করে বলেন, ‘আগে আমরা অনেকের নামে দিবস পালন হতে দেখেছি, যাঁরা জাতির জন্য এক পয়সার উপকারও করেননি। তাঁদের নামে দিবস পালন করা হয়েছে। শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনটা শহীদ আবু সাঈদ দিবস ঘোষণাতে সমস্যাটা কোথায় ছিল? আমরা যুগে যুগে তো দেখে আসছি।’

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস রাখার দাবি করে আবু হোসেন বলেন, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল, আমরা এটি চাই। জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যেকোনো দিন সেটা সরকার পালন করতে পারে। তবে ১৬ জুলাই যাঁর আত্মত্যাগে এত বড় বিপ্লব সংঘটিত হলো, তাঁকে এভাবে অবহেলা করা শহীদ পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে পারছি না।’

বৈষম্য নিরসনের জন্য সবাই লড়াই করলেও আদৌ রাষ্ট্র থেকে বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেন আবু হোসেন। তিনি বলেন, ‘বাজেটে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। সরকারে উপদেষ্টা পরিষদে শুধু নির্দিষ্ট একটা অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে। রংপুর অঞ্চল থেকে আবু সাঈদ শহীদ হলে গণ-অভ্যুত্থানে রূপ নেয় জুলাই আন্দোলন, তবুও রংপুর বিভাগ থেকে একজনও উপদেষ্টা নেই।’

Ad 300x250

এ মূহুর্তে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে: খালেদা জিয়া

নির্মাণের ত্রুটি আমলে নেয়নি ঠিকাদার, ২ প্রকৌশলীসহ নিহত ৩

১ জুলাই প্রথমবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামটি আসে

ফাঁস হওয়া ফোনালাপ কেন্দ্র করে বরখাস্ত হলেন থাই প্রধানমন্ত্রী

সম্পর্কিত