leadT1ad

১৯৪৭-এর দেশ বিভাজন যেভাবে নৃগোষ্ঠীর ওপর প্রভাব ফেলেছে

স্ট্রিম মাল্টিমিডিয়া
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১: ৪০
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১: ৪০

১৯৪৭ সাল কি শুধু দেশভাগের বেদনায় ভরা, নাকি সেখানে আছে দেশপ্রাপ্তির গল্পও? এ নিয়ে ঢাকা স্ট্রিমের বিশেষ সাক্ষাৎকার সিরিজ - "দেশভাগ, না দেশপ্রাপ্তি?" ১৯৪৭ এর দেশ বিভাজন যেভাবে নৃগোষ্ঠীর ওপর প্রভাব ফেলেছে। ১৯৪৭ সাল কি শুধু দেশভাগের বেদনায় ভরা, নাকি সেখানে আছে দেশপ্রাপ্তির গল্পও? সাতচল্লিশের অভিঘাতের কতটুকু আমরা জানি? এ ঘটনাকে বাংলাদেশের মানুষ কীভাবে দেখতে চায়? আমাদের পার্বত্য অঞ্চলের মানুষের ওপরই-বা কী প্রভাব রেখে গেছে সাতচল্লিশ? সুন্দরবনের বাসিন্দারা কী করেছিলেন তখন? সব মিলিয়ে, ঢাকা স্ট্রিম এবার সাতচল্লিশের কিছু অজানা অধ্যায়ে চোখ ফিরিয়েছে। বিভিন্নজনের আলোচনার মধ্য দিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করছে ১৯৪৭ থেকে ২০২৫ পর্যন্ত সময়ের পথরেখাগুলো। এই পর্বে ঢাকা স্ট্রিম কথা বলেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজের সঙ্গে।

Ad 300x250

সম্পর্কিত