leadT1ad

বগুড়ায় চাইনিজ ফলের বাগান করে বাজিমাত

স্ট্রিম মাল্টিমিডিয়া
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০: ৩১
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২০: ৩৩

জুজুবী একটি ছোট কাঁটাযুক্ত গাছ। এর ফলকে জুজুবী বা চাইনিজ খেজুর বলা হয়। খেজুর না জুজুবী সেই কৌতুহল থেকে তিনবছর আগে চীন থেকে কাটিং নিয়ে আসেন বগুড়ার তরুণ কৃষি উদ্যোক্তা রেজোয়ানুল ইসলাম। এবার তার বাগানে দেখা দিয়েছে ফুল ও ফল। ব্যতিক্রম টাইপের ফল জুজুবী চাষ করে সাফল্যের মুখ দেখেছেন বগুড়ার এই কৃষি উদ্যোক্তা। ৭০টি গাছ নিয়ে গবেষণা করে সফল হয়েছেন তিনি।

বিষয়:

চীন
Ad 300x250

সম্পর্কিত