leadT1ad

১৭০ আসনে প্রার্থী জেএসডির, নেই আ স ম রব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২০: ১১
আ স ম আবদুর রব। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১৭০ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তবে এতে দলটির সভাপতি আ স ম আবদুর রবের নাম নেই।

রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।

আ স ম আবদুর রবের নাম না থাকার বিষয়ে অনুষ্ঠানে জানানো হয়, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব অসুস্থ। এ জন্য আগামী নির্বাচনে তাঁর অংশ না নেওয়ার সম্ভাবনা বেশি। তবে আবদুর রবের পরিবর্তে তাঁর স্ত্রী ও দলটির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচন করবেন।

জেএসডি যুগপৎ আন্দোলন করেছে বিএনপির সঙ্গে। বিএনপি যেসব আসনে এখনও প্রার্থী দেয়নি, তার মধ্যে লক্ষ্মীপুর-৪ আসন রয়েছে। ধারণা করা হচ্ছে, আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে তানিয়া রব লড়বেন। যদিও এ আসনে বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য আশ্রাফ উদ্দিন নিজাম।

Ad 300x250

সম্পর্কিত