leadT1ad

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৬
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। প্যানেলটি নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা।

আজ মঙ্গলবার (২র সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে ইশতেহার ঘোষণা করেন উমামা ফাতেমা। প্যানেল থেকে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ’—স্লোগানকে সামনে রেখে তারা তাদের ইশতেহার সাজিয়েছেন। ইশতেহারে অ্যাকাডেমিক শিক্ষার মান, কারিকুলাম পরিমার্জন, গবেষণার পরিবেশ সৃষ্টি, ক্যারিয়ার ও কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নারীবান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা, আবাসন- পরিবহন-খেলাধুলা-স্যানিটেশন সমস্যা নিরসনসহ মোট ১১টি বিষয় তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Ad 300x250

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকানোর পরিকল্পনা হয় গণভবনে: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

রিটকারীকে গণধর্ষণের হুমকি: শিবিরের দিকে আঙুল তুলছে সবাই

নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সতর্ক হতে হবে: প্রধান উপদেষ্টা

হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল বিলস

তাহারির স্কয়ারের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অনেক মিল আছে

সম্পর্কিত