leadT1ad

সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেলে সমস্যা: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক থেকে নেওয়া ছবি

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের ‘পকেটে’ নিতে না চাইলেও তাঁরা যখন পকেটে ঢুকে যান, তখন সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৪ নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছ। আবার এর মধ্যেও আবার তিনটি দলের তিন ভাগ! আপনারা নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন সমস্যা হয়ে দাঁড়ায়।‘

অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সে জন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম।‘

ফখরুল জানান, কমিশনটি ইতিমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্টও প্রস্তুত হয়েছে। তবে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, রিপোর্টের কোনো আলোচনা পরে আর হয়নি।

ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।‘

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও উপযোগী করে তোলার জন্য নানা ব্যবস্থা নিয়েছে। তিনি বর্তমান টেলিভিশন চ্যানেলের সময়োপযোগী কাজগুলো শুরুর কৃতিত্ব বিএনপির আমলকেই দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। আর গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার ওপর জোর দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময়ের আয়োজন করে বিজেসি।

Ad 300x250

সম্পর্কিত