leadT1ad

এবি পার্টির প্রথম সংসদ নির্বাচন, ‘১০০’ আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
আমার বাংলাদেশ (এবি) পার্টি। স্ট্রিম গ্রাফিক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশো আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম পর্যায়ে ১০০টি আসনে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

এছাড়া দ্বিতীয় পর্যায়েও আরও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার ও মিডিয়া সংক্রান্ত কমিটি) আনোয়ার সাদাত টুটুল স্ট্রিমকে বলেন, ‘আগামী ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছি আমরা। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল। তাদের কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। সম্প্রতি দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রাথমিক পর্যায়ে ১০০টি আসনে দলের মনোনয়ন চূড়ান্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

প্রায় সব আসনেই প্রার্থী ঘোষণা করবে জানিয়ে টুটুল বলেন, ‘আমরা প্রায় ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করব। এদিকে বিএনপি, জামাতসহ অন্যান্য দলের সাথে জোট নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। দলীয়ভাবে যেটা সিদ্ধান্ত হয় সেদিকেই আমরা এগিয়ে যাব।’

আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। গত বছরের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই চার বছরের মাথায় নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

২১ অগাস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করে। জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ আলাদা প্ল্যাটফর্ম গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্র সংঘের পর জামায়াতের রাজনীতি করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে দলের সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে পদত্যাগ করে এবি পার্টি গঠন করেন।

Ad 300x250

সম্পর্কিত