leadT1ad

রায় শুনতে ট্রাইব্যুনালে জুলাই-যোদ্ধারা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ট্রাইব্যুনাল চত্বরে জুলাই-যোদ্ধারা। সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জুলাই যোদ্ধারা।

চব্বিশের জুলাই-যোদ্ধাদের সঙ্গে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রায় শুনতে ট্রাইব্যুনাল-১ এ আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন। ট্রাইব্যুনাল কক্ষে তাঁদের পাশেই বসেছেন ছাত্রদল সমর্থিত সাবেক ডাকসু ভিপি প্রার্থী আবিদ ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম।

এছাড়া, ট্রাইব্যুনাল কক্ষে রয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধসহ জুলাই-আগস্টে হতাহতের পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী।

ট্রাইব্যুনালে ডাকসুর প্রতিনিধিসহ অন্যরা। ছবি: বিটিভির লাইভ ভিডিও থেকে
ট্রাইব্যুনালে ডাকসুর প্রতিনিধিসহ অন্যরা। ছবি: বিটিভির লাইভ ভিডিও থেকে

এদিকে, আজ ট্রাইব্যুনালে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দ। অন্যদিকে, সংবাদ সংগ্রহের জন্য ট্রাইব্যুনাল কক্ষে রয়েছেন দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিক।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হচ্ছে আজ (সোমবার)।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন।

Ad 300x250

সম্পর্কিত