স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন ইউএনও।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার বিকেলে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী প্রচার বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে বৃদ্ধাঙ্গুলি দেখান রুমিন ফারহানা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনাকে সামনে এনেই লিখিত অভিযোগ দিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার। তিনি জানান, বিষয়টি এখন আদালতের এখতিয়ারে।
চিঠিতে বলা হয়, ইসলামাবাদ গ্রামে জনসমাবেশ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে রুমিন ফারহানা এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেন।
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীদের ডান-বাম চোখে দেখবেন না, প্রশাসনকে রুমিন
প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতার ঘাটতি দেখা দিলে ৫ আগস্টের মতো ঘটনা হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, একেক দলের প্রার্থীকে ডান-বাম চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান, সেটি প্রয়োগ করবেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘আশা করি, আসন্ন নির্বাচনে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হচ্ছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই কেন্দ্রে যাবেন। নিরাপদ-নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো দলের প্রার্থী বা কর্মীরা কেউ ভয়ভীতি দেখাবে না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন ইউএনও।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার বিকেলে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী প্রচার বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে বৃদ্ধাঙ্গুলি দেখান রুমিন ফারহানা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনাকে সামনে এনেই লিখিত অভিযোগ দিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার। তিনি জানান, বিষয়টি এখন আদালতের এখতিয়ারে।
চিঠিতে বলা হয়, ইসলামাবাদ গ্রামে জনসমাবেশ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে রুমিন ফারহানা এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেন।
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীদের ডান-বাম চোখে দেখবেন না, প্রশাসনকে রুমিন
প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতার ঘাটতি দেখা দিলে ৫ আগস্টের মতো ঘটনা হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, একেক দলের প্রার্থীকে ডান-বাম চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান, সেটি প্রয়োগ করবেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘আশা করি, আসন্ন নির্বাচনে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হচ্ছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই কেন্দ্রে যাবেন। নিরাপদ-নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো দলের প্রার্থী বা কর্মীরা কেউ ভয়ভীতি দেখাবে না।’

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
১৯ মিনিট আগে
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
৪২ মিনিট আগে
বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে