স্ট্রিম ডেস্ক
ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের নাগরিকদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বারবার ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় এনসিপির পথসভায় তিনি এ মন্তব্য করেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা শহরে যান এনসিপির নেতা-কর্মীরা। দুপুরে শহরের বড়বাজারে শহীদ হাসান চত্বরে এক পথসভা আয়োজন করা হয়। সে পথসভায় নাহিদ ইসলাম, সারজিস আলম, মীর আরশাদুল হকসহ এনসিপির অনেক নেতা বক্তব্য রাখেন।
আজ দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গার বড়বাজারে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। দুপুর আড়াইটায় শুরু হয় এই পথসভা। এ সময় চারপাশ থেকে 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার ১৬ বছর টিকে ছিল। গুম, খুন, মানুষকে হত্যা করেছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি, নানা ধরনের রাজনৈতিক অন্তর্কোন্দলে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশে ছেয়ে গিয়েছে। চুয়াডাঙ্গাবাসীকে আজকে আমরা বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের সন্তানেরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তাঁরা ভয় পায় নাই। নতুন করে কোনো ‘ভয়ের সংস্কৃতি’ আমরা বাংলাদেশে দেখতে চাই না।’
ভারতীয় আধিপত্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার ১৬ বছর টিকে ছিল। গুম, খুন, মানুষকে হত্যা করেছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে।’
পথসভা থেকে বাংলাদেশপন্থী রাজনীতির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সে জোয়ার আপনারা বন্ধ করবেন না। বাংলাদেশের ছাত্র-তরুণেরা এই দেশের জনগণের পক্ষে আছে, রাজপথে আছে। দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের না করুন। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে, বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন।’
গত ২ জুলাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান বাংলাদেশি কৃষক ইব্রাহিম বাবু (২৮)। পরিবারের সদস্যদের মতে, গরুর ঘাস কাটতে গিয়ে বাবু ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাঁকে গুলি করে। গত মঙ্গলবার রাতে দর্শনা থানার পুলিশের কাছে তাঁর লাশ হস্তান্তর করে ভারতের কৃষ্ণনগর থানার পুলিশ।
ইব্রাহিম বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে। আজ চুয়াডাঙ্গায় পথসভা শেষে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির নেতারা। দর্শনা সীমান্তে দাঁড়িয়ে বিএসএফের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।
চুয়াডাঙ্গায় পথসভা শেষে ঝিনাইদহে যাওয়ার কথা রয়েছে এনসিপির।
ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের নাগরিকদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বারবার ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় এনসিপির পথসভায় তিনি এ মন্তব্য করেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা শহরে যান এনসিপির নেতা-কর্মীরা। দুপুরে শহরের বড়বাজারে শহীদ হাসান চত্বরে এক পথসভা আয়োজন করা হয়। সে পথসভায় নাহিদ ইসলাম, সারজিস আলম, মীর আরশাদুল হকসহ এনসিপির অনেক নেতা বক্তব্য রাখেন।
আজ দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গার বড়বাজারে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। দুপুর আড়াইটায় শুরু হয় এই পথসভা। এ সময় চারপাশ থেকে 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার ১৬ বছর টিকে ছিল। গুম, খুন, মানুষকে হত্যা করেছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি, নানা ধরনের রাজনৈতিক অন্তর্কোন্দলে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশে ছেয়ে গিয়েছে। চুয়াডাঙ্গাবাসীকে আজকে আমরা বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের সন্তানেরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তাঁরা ভয় পায় নাই। নতুন করে কোনো ‘ভয়ের সংস্কৃতি’ আমরা বাংলাদেশে দেখতে চাই না।’
ভারতীয় আধিপত্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার ১৬ বছর টিকে ছিল। গুম, খুন, মানুষকে হত্যা করেছে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে।’
পথসভা থেকে বাংলাদেশপন্থী রাজনীতির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে, সে জোয়ার আপনারা বন্ধ করবেন না। বাংলাদেশের ছাত্র-তরুণেরা এই দেশের জনগণের পক্ষে আছে, রাজপথে আছে। দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের না করুন। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে, বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন।’
গত ২ জুলাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান বাংলাদেশি কৃষক ইব্রাহিম বাবু (২৮)। পরিবারের সদস্যদের মতে, গরুর ঘাস কাটতে গিয়ে বাবু ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাঁকে গুলি করে। গত মঙ্গলবার রাতে দর্শনা থানার পুলিশের কাছে তাঁর লাশ হস্তান্তর করে ভারতের কৃষ্ণনগর থানার পুলিশ।
ইব্রাহিম বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে। আজ চুয়াডাঙ্গায় পথসভা শেষে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির নেতারা। দর্শনা সীমান্তে দাঁড়িয়ে বিএসএফের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।
চুয়াডাঙ্গায় পথসভা শেষে ঝিনাইদহে যাওয়ার কথা রয়েছে এনসিপির।
এ সিদ্ধান্তের ফলে ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং নাগরিক ঐক্য, দুই দলের আবেদনই নাকচ হয়ে গেল। এরপর এনসিপির পছন্দের তালিকায় প্রতীক হিসেবে আছে কলম এবং মোবাইল ফোন। এবং নাগরিক ঐকে্যর আগের বরাদ্দ পাওয়া কেটলিই থাকছে।
১ ঘণ্টা আগেটানা বর্ষণে দেশের পার্বত্য জেলাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে পাহাড় ধসের আতঙ্ক।
৪ ঘণ্টা আগেপ্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা হচ্ছে—নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রতি বছর বর্ষাকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের অন্যতম ভোগান্তির নাম জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাত হলেই রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কলাবাগান ও পুরান ঢাকাসহ বেশ কিছু এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।
৫ ঘণ্টা আগে