leadT1ad

নিখোঁজের ২১ দিন পর কবরস্থানে মিলল ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২: ৪২
নিহত মিজান মোল্লা। সংগৃহীত ছবি

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্লার (৪৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

ওসি মো. শাহ আলম জানান, গত ৮ নভেম্বর রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে মিজানুর রহমানকে ফোনে ডেকে নিয়ে যান তাঁর ব্যবসায়িক পার্টনার জাহিদ। এরপর থেকে মিজানুরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুদিন পর, ১০ নভেম্বর নিখোঁজ মিজানুরের স্ত্রী জামিলা ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার অগ্রগতির পর ১৫ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় অপহরণের একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়। এতে পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম মোল্লাকে (৫৫) ১৮ নভেম্বর গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

নিহত মিজান মোল্লা ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে। তিনি মোবাইল ফোনের ব্যবসা করতেন। রিমান্ডে জাহিদুলের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় অনুসন্ধান চালিয়ে শনিবার সন্ধ্যায় খাগাইল গ্রামের স্থানীয় কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মিজান মোল্লার লাশ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Ad 300x250

সম্পর্কিত