নিহতদের মধ্যে খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছে।
স্ট্রিম ডেস্ক
গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরও ৭২জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪৭ জন মারা গেছে গাজা শহর ও উত্তর গাজার বিভিন্ন অঞ্চলে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় মেডিকেল সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। গাজাজুড়ে চালানো ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এসব নিহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় যারা নিহত হয়েছে তাদের অনেকেই খাদ্য সাহায্যকেন্দ্রের সামনে অপেক্ষায় ছিল। অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে, তার মধ্যেই প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
গাজায় সহিংসতা বেড়ে চলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছে, অন্যদিকে যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে।
গাজা শহর থেকে আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলুত জানান, আল-আহলি হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শহরের জেইতুন, সাবরা ও আল-জাওয়িয়া বাজার এলাকায় ইসরায়েলি হামলার পর বহু আহত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।
আল-কাহলুত বলেন, ‘এখানে প্রচুর বেসামরিক আহত মানুষ, যাদের মধ্যে শিশুরাও আছে। অনেকেই মাটিতে পড়ে আছে। কারণ, যথেষ্ট বিছানা বা চিকিৎসা সরঞ্জাম নেই। হাসপাতালটি গুরুতর ঘাটতির কারণে চাপ সামাল দিতে পারছে না।’
‘ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব গাজা শহরে লিফলেট ফেলেছে, যেখানে বেসামরিকদের দক্ষিণে সরে যেতে বলা হয়েছে। এই ধরনের লিফলেট ফেলার পরপরই ধারাবাহিক হামলা শুরু হয়, যার ফলে এত প্রাণহানি ঘটছে’ বলেন আল-কাহলুত।
চিকিৎসকেরা জানান, রোববারের নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন ফিলিস্তিনি ছিল, যারা রাফাহর উত্তরে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় মে মাসের শেষ দিকে জিএইচএফ যখন সীমিত পরিসরে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করে, তখন থেকেই ওই বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালাচ্ছে। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৫ শ ৮০ জনের বেশি নিহত ও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি সেনা স্বীকার করেছে, তাদের নিরস্ত্র ত্রাণপ্রার্থী জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভিড় ছত্রভঙ্গ হয়।
মানবাধিকার আইনজীবী জেফ্রি নাইস আল-জাজিরাকে বলেন, জিএইচএফের আশপাশে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তা ‘ব্যাখ্যার অতীত’।
গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরও ৭২জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪৭ জন মারা গেছে গাজা শহর ও উত্তর গাজার বিভিন্ন অঞ্চলে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় মেডিকেল সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। গাজাজুড়ে চালানো ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এসব নিহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় যারা নিহত হয়েছে তাদের অনেকেই খাদ্য সাহায্যকেন্দ্রের সামনে অপেক্ষায় ছিল। অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে, তার মধ্যেই প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
গাজায় সহিংসতা বেড়ে চলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছে, অন্যদিকে যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে।
গাজা শহর থেকে আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলুত জানান, আল-আহলি হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শহরের জেইতুন, সাবরা ও আল-জাওয়িয়া বাজার এলাকায় ইসরায়েলি হামলার পর বহু আহত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।
আল-কাহলুত বলেন, ‘এখানে প্রচুর বেসামরিক আহত মানুষ, যাদের মধ্যে শিশুরাও আছে। অনেকেই মাটিতে পড়ে আছে। কারণ, যথেষ্ট বিছানা বা চিকিৎসা সরঞ্জাম নেই। হাসপাতালটি গুরুতর ঘাটতির কারণে চাপ সামাল দিতে পারছে না।’
‘ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব গাজা শহরে লিফলেট ফেলেছে, যেখানে বেসামরিকদের দক্ষিণে সরে যেতে বলা হয়েছে। এই ধরনের লিফলেট ফেলার পরপরই ধারাবাহিক হামলা শুরু হয়, যার ফলে এত প্রাণহানি ঘটছে’ বলেন আল-কাহলুত।
চিকিৎসকেরা জানান, রোববারের নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন ফিলিস্তিনি ছিল, যারা রাফাহর উত্তরে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় মে মাসের শেষ দিকে জিএইচএফ যখন সীমিত পরিসরে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করে, তখন থেকেই ওই বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালাচ্ছে। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৫ শ ৮০ জনের বেশি নিহত ও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি সেনা স্বীকার করেছে, তাদের নিরস্ত্র ত্রাণপ্রার্থী জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভিড় ছত্রভঙ্গ হয়।
মানবাধিকার আইনজীবী জেফ্রি নাইস আল-জাজিরাকে বলেন, জিএইচএফের আশপাশে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তা ‘ব্যাখ্যার অতীত’।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
৩৫ মিনিট আগেরাস্তার দুই পাশে বেশ কিছু ক্র্যাশার মিল (পাথর ভাঙার কারখানা)। এর সামনে উন্মুক্ত স্তূপ আকারে রাখা আমদানি করা পাথর। তবে মিলের পেছনে থাকা পাথরগুলো ঢেকে দেওয়া হয়েছে বালু ও মাটি দিয়ে। একটু মাটি আলগা করলেই বেরিয়ে আসছে পাথরের মজুদ।
১ ঘণ্টা আগেমাত্র এক বছর আগে বাংলাদেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নৃশংস দমন-পীড়ন চালায়। সেই সময় রংপুরে পুলিশের সামনে আবু সাঈদ নামে এক শিক্ষার্থী দুই হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় দাঁড়ান।
২ ঘণ্টা আগে১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে একদল সেনা সদস্য। ওই দিন সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।
৩ ঘণ্টা আগে