leadT1ad

ঢামেক থেকে নবজাতক নিয়ে যাওয়ার সময় ধরা দুই নারী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২২: ৩৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক নিয়ে যাওয়ার অভিযোগে দুই নারীকে আটকের কথা জানিয়েছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

পরে নাহার বেগম (৪৭) ও হাসিনা বেগমকে (৩৮) শাহবাগ থানায় হস্তান্তর করেন আনসার সদস্যরা।

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার আলমগীর হোসেন জানান, দুই নারী এক নবজাতক নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত আনসার সদস্যরা বাধা দেন। পরে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার ও তাঁর বোন হাসিনা জানান– ৫০ হাজার টাকার বিনিময়ে তারা ওই নবজাতক অন্য জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। নবজাতকের মায়ের সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তিও হয়েছে তাদের।

তিনি দাবি করেন, দুই নারী স্বীকার করেছেন, তারা শিশু পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত। অসহায় নারীদের টাকার লোভ দেখিয়ে নবজাতক অন্যদের কাছে বিক্রি করেন।

তবে গত ২৯ নভেম্বর সিজারিয়ানের মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেওয়া নারী জানান, ঢামেকে অস্ত্রোপচারের ২২ হাজার টাকা এবং বাকি ২৮ হাজার টাকা দিয়ে তাঁর সন্তানকে অন্য একজনের কাছে বিক্রি করতে চেয়েছিল ওই নারীরা। তিনি সন্তান বিক্রি করতে চাননি। গোপনে তারা নবজাতককে নিয়ে যাচ্ছিলেন।

আটক নাহারের ছেলে ফাহিম জানান, নবজাতকের মা অসহায়। তাঁকে বাসায় রেখে দেখাশোনা করতেন। জরায়ুর সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘আমার মা ও খালা শিশু পাচার চক্রের সদস্য নন। সাহায্য করতে গিয়ে তারা ফেঁসে গেছেন।’

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আটক দুই নারী আপন বোন। তাদের থানায় হস্তান্তর করা হলেও কেউ মামলা করতে রাজি হননি। পুলিশ ঘটনাটি যাচাই-বাছাই করছে।

Ad 300x250

সম্পর্কিত