স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘পূর্ণ ডানপন্থী’ ধারায় ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলে দল ছেড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি গোপন আঁতাত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক খোলা চিঠিতে নীলিমা দোলা জানান, তিনি এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব ও মূল দপ্তরে পাঠিয়েছেন।
নীলিমা অভিযোগ করেন, এনসিপি মধ্যপন্থী রাজনীতির পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ ডানপন্থী ধারায় প্রবেশ করেছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
যাঁরা দল ত্যাগ করছেন তাঁদের ‘বামপন্থী’ হিসেবে ট্যাগ দেওয়ার বিষয়টিকে তিনি দলের নেতৃত্বের একটি ‘গেইম প্ল্যান’ হিসেবেও অভিহিত করেন।
ফেসবুক পোস্টে নীলিমা লেখেন, এনসিপিতে যোগদানের আগে ও পরে তিনি নিজের প্রগতিশীল মানসিকতা বজায় রেখেছেন এবং তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার ও পরিচিতিই এতদিন এনসিপিকে শক্তি যুগিয়েছে। দল তাঁকে কোনো ক্ষমতা দেয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে এনসিপির বর্তমান অবস্থানকে তিনি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হিসেবে দেখছেন। নীলিমা দোলা লেখেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। তবে আপনারা এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন।
পোস্টের শেষে তিনি এনসিপি নেতৃত্বকে ‘লাল সালাম’ জানিয়ে লেখেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির দায় রয়েছে এবং আসন্ন সময়ে জনতা এর সমুচিত জবাব দেবে।
এর আগে ২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের ঘোষণা দেয় এনসিপি। তবে ঘোষণা আসার আগ থেকেই এই জোটের প্রতিবাদে এনসিপি ছাড়া শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এরমধ্যে এনসিপি থেকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ অন্তত ১০ নেতা পদত্যাগ করেছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘পূর্ণ ডানপন্থী’ ধারায় ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলে দল ছেড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি গোপন আঁতাত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক খোলা চিঠিতে নীলিমা দোলা জানান, তিনি এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব ও মূল দপ্তরে পাঠিয়েছেন।
নীলিমা অভিযোগ করেন, এনসিপি মধ্যপন্থী রাজনীতির পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ ডানপন্থী ধারায় প্রবেশ করেছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
যাঁরা দল ত্যাগ করছেন তাঁদের ‘বামপন্থী’ হিসেবে ট্যাগ দেওয়ার বিষয়টিকে তিনি দলের নেতৃত্বের একটি ‘গেইম প্ল্যান’ হিসেবেও অভিহিত করেন।
ফেসবুক পোস্টে নীলিমা লেখেন, এনসিপিতে যোগদানের আগে ও পরে তিনি নিজের প্রগতিশীল মানসিকতা বজায় রেখেছেন এবং তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার ও পরিচিতিই এতদিন এনসিপিকে শক্তি যুগিয়েছে। দল তাঁকে কোনো ক্ষমতা দেয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে এনসিপির বর্তমান অবস্থানকে তিনি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হিসেবে দেখছেন। নীলিমা দোলা লেখেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। তবে আপনারা এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন।
পোস্টের শেষে তিনি এনসিপি নেতৃত্বকে ‘লাল সালাম’ জানিয়ে লেখেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির দায় রয়েছে এবং আসন্ন সময়ে জনতা এর সমুচিত জবাব দেবে।
এর আগে ২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের ঘোষণা দেয় এনসিপি। তবে ঘোষণা আসার আগ থেকেই এই জোটের প্রতিবাদে এনসিপি ছাড়া শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এরমধ্যে এনসিপি থেকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ অন্তত ১০ নেতা পদত্যাগ করেছেন।

সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
৩৫ মিনিট আগে
দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
গণভোটের বিষয়গুলো অনুমোদন পেলে রাজনৈতিক দলগুলো জনতার প্রশ্নের মুখে পড়বে এবং সংস্কারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা: ক্রান্তিকালে দুঃসহ পথচলা’
১ ঘণ্টা আগে