leadT1ad

দাম পাচ্ছেন না কৃষক, ‘কিছু আলু’ কিনবে সরকার

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯: ১৭
সংগৃহীত ছবি

বাজারে সবধরনের সবজির দাম বাড়তির দিকে হলেও আলুর দাম কম। ফলে এ বছর আলুর দাম পাচ্ছেন না কৃষকরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁরা। সেজন্য সরকারিভাবে কিছু আলু কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

আজ শনিবার রাজধানীর গাবতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রে আলু, আনারস, খেজুর, বিভিন্ন ফুলের টিস্যু কালচার করা হচ্ছে। আমরা খেজুর আমদানি করে আনি। স্থানীয়ভাবে এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত চারা ব্যাপকভাবে ছড়িয়ে দিলে আমদানি নির্ভরতা কমবে। নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া মূল্যে আলু বীজ ক্রয় করতে হয়। দেশে উন্নত জাতের আলু বীজ উৎপাদন করতে পারলে দেশের কৃষির জন্য তা ভালো হবে।’ বিএডিসি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে সেই কাজ করছে বলেও জানান উপদেষ্টা।

সম্প্রতি বাজারের সবজির দাম বেড়ে যাচ্ছে, এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বৃষ্টির জন্য সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির বাজারে তার প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে এ সমস্যা থাকবে না।’

গাবতলীতে বিএডিসির গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে কৃষি উপদেষ্টা। ছবি: পিআইডি
গাবতলীতে বিএডিসির গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শনকালে কৃষি উপদেষ্টা। ছবি: পিআইডি

এসময় পাট বীজের আমদানি নির্ভরতা কমানো প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ‘পাট বীজ হতে অনেক সময় লাগে। এসময়ে কৃষক দুই-তিনবার ধান ওঠাতে পারেন। কৃষক সেটাই চাষ করেন, যেটাতে তারা লাভবান হন। তাছাড়া বীজের জন্য পাট রাখলে আঁশের মানও কমে যায়। দেশে যেহেতু জমির পরিমাণও কম, তাই স্থানীয়ভাবে পাট বীজ উৎপাদন করে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।’

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার কার্যক্রম বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গিয়েছে। আগামী নির্বাচন ঘিরেও এ ধরনের প্রবণতা ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা— এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচনকালীন সময়ে আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে।’

নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে এখন বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবাই যার যার মতো করে প্রকাশ করতে পারেন।’

সীমান্তের নিরাপত্তার প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু অনেক সচেতন। বিশেষ করে সীমান্ত এলাকার জনগণ আরো বেশি সচেতন।’

পরিদর্শনকালে উপদেষ্টা বিএডিসির বিভিন্ন গবেষণা কেন্দ্র, হিমাগার ও অবকাঠামো পরিদর্শন করেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে রাজধানীর দারুস সালাম থানাও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, এ থানায় আসার উদ্দেশ্য হলো, জায়গাটি ঝামেলাপূর্ণ। রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় মোহাম্মদপুর ও মিরপুরে অপরাধ প্রবণতা একটু বেশি। আমরা কিছুদিনের মধ্যেই এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো মর্মে আশা করছি। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের অব্যাহত সহযোগিতা প্রয়োজন বলে উপদেষ্টা মন্তব্য করেন।

থানার অবকাঠামো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টির কার্যক্রম ভাড়াবাড়িতে চলে। এই সেপ্টেম্বরে নিজস্ব ভবনে আটটি থানার কাজ শুরু করা হবে। ঢাকায় জায়গার স্বল্পতার কারণে এ সমস্যা হচ্ছে।

Ad 300x250

৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল আসছে বৃহস্পতিবার

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

'ভেজাল লাগাইয়া দিয়া যেভাবে নির্লিপ্ত আছেন, এটা আপনাকে সেভ করবে না'

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নির্বাচন কমিশন একটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত