leadT1ad

অনলাইনেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৪: ২৮
রাজধানীর মেট্রোরেল। ছবি: বাসস

ঢাকায় মেট্রোরেলে যাতায়াতের জন্য যাত্রীদের ব্যবহৃত র‌্যাপিড পাস বা এমআরটি পাস (কার্ড) এখন থেকে অনলাইনেও রিচার্জ করা যাবে। এরফলে স্টেশনের লাইনে না দাঁড়িয়েই ঘরে বসে বা যে কোনো জায়গা থেকেই রিচার্জ করতে পারবেন যাত্রীরা। তবে আগের মতো স্টেশন থেকেও কার্ড রিচার্জের ব্যবস্থা চালু থাকবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ‘লাইন নয়, অনলাইন—রিচার্জ এখন হাতের মুঠোয়!’ স্লোগান সামনে রেখে এ সেবা উদ্বোধন করা হয়েছে। এই সেবা বাস্তবায়ন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

ডিটিসিএ’র নতুন এই ব্যবস্থায় ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যে কোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে। ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘অনেকেই আমাদের কাছে অভিযোগ দিচ্ছিল, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময় ভিড় থাকে এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এখন তাদের জন্য আরও অত্যাধুনিক, প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার চেষ্টা করেছি।’

কার্ড রিচার্জ করার জন্য ডিটিসিএ’র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর র‌্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। কার্ডে ১০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইন পেমেন্ট সফল হলেও স্থানে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না।

এভিএম যন্ত্রে স্পর্শের আগে কেউ চাইলে তার রিচার্জ সাত দিনের মধ্যে বাতিল করতে পারবে; সেক্ষেত্রে পাঁচ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে।

কোনো গ্রাহক রিচার্জের পর তিন মাসের মধ্যে এভিএম যন্ত্রে স্পর্শ না করলে সেক্ষেত্রেও রিচার্জের অর্থ গ্রাহকের একাউন্টে ফেরত যাবে। এ ক্ষেত্রেও পাঁচ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

অনলাইন রিচার্জ কার্যক্রম চালুর অংশ হিসেবে সোমবার থেকে ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র বসানো হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এদিন একটি কার্ডে ১০০ টাকা রিচার্জ করে এভিএম যন্ত্রে স্পর্শের মাধ্যমে রিচার্জ সফলভাবে প্রদর্শন করেন। শেখ মইনউদ্দিন বলেন, ‘আজ আমরা টপ-আপের ব্যবস্থা করে দিলাম। ফলে যারা প্রতিদিন এখানে যারা ভ্রমণ করেন, তাদের স্টেশনে এসে লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই করা যাবে। এছাড়া আমরা এখানেই থেমে থাকব না। যখন এমআরটি লাইন থেকে নামবে এবং বাসে উঠতে হবে, তখনও এই কার্ড দিয়েই বাসে ওঠা যাবে; এও আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত