leadT1ad

প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২: ৩১
গৃহবধূর মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। স্ট্রিম ছবি

বগুড়ায় প্রেম করে বিয়ে করার তিন মাসের মাথায় আফিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের কৈপাড়ার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী রিয়াজুল নাফিসকে (২২) আটক করেছে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে তিন মাস আগে গাবতলী উপজেলার নশিপুর গ্রামের রিয়াজুল নাফিসের সঙ্গে কাহালু উপজেলার মুরইল গ্রামের আফিয়ার বিয়ে হয়। দুই পক্ষের অসম্মতির কারণে বিয়ের পর থেকে তাঁরা বগুড়া শহরের কৈপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

আফিয়ার স্বজনদের অভিযোগ, সম্প্রতি নাফিসের পরিবার বিয়ের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকাসহ একটি মোটরসাইকেল দাবি করে। পরিবারকে রাজি করাতে আফিয়া গত বৃহস্পতিবার নিজ বাড়িতে যান এবং রোববার দুপুরে শহরের ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যায় আফিয়া মোবাইলে একাধিকবার তাঁর বাবা-মাকে ফোন করে ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি জানান।

খবর পেয়ে তার বাবা-মা দ্রুত কৈপাড়ার ভাড়া বাসায় পৌঁছে দেখেন, সেখানে ঘরের জানালার গ্রিলের সঙ্গে আফিয়ার ওড়না পেঁচানো নিথর দেহ। এই সময়ে স্বামী রিয়াজুল নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটক করে।

আফিয়ার স্বজনদের দাবি, যৌতুকের টাকা দিতে না পারায় নাফিস আফিয়াকে চরম নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

আফিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং সেখানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রিয়াজুল নাফিসকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘অভিযুক্তকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ সাপেক্ষে আটক নাফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত