leadT1ad

সরকার থেকে দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে যড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদকনরসিংদী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২১: ২৯
নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নাহিদ ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা। স্ট্রিম ছবি

অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরাতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। সদর উপজেলার ভেলানগর এলাকা থেকে বিকাল পাঁচটায় পদযাত্রা শুরু হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী পৌরসভা মোড়ে জমায়েত হয়। পরে, নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। যদিও তাঁরা আমাদের নাগরিক পার্টির কেউ নন। তাঁরা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি। তাঁরা জুলাই আকাঙ্খা বাস্তবায়নে কাজ করছেন। কিন্তু তাঁদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।‘

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেয়া হয়নি। আমরা আবারও সংগঠিত হচ্ছি, আমাদের দাবি থেকে আমরা সড়ে দাঁড়াইনি। আবারও একই দাবি নিয়ে রাজপথে নামব। দাবি আদায় করেই ছাড়ব।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। নরসিংদীতে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদেরকে নরসিংদী থেকে বিতাড়িত করেই ছাড়ব।’

গত ৫ মাসে সারা দেশের মানুষ নাগরিক পার্টির ডাকে যে সাড়া দিয়েছেন, আগামী নির্বাচনেও তাঁরা এনসিপিকে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম।

এ সময় আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনকারীদের হত্যার বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় জুলাই পদযাত্রার নরসিংদির জনসভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলার এনসিপির আহ্বায়ক আওলাদ হোসেন জনি, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী প্রমুখ।

বিষয়:

এনসিপি
Ad 300x250

সম্পর্কিত