leadT1ad

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাফল্য, স্বর্ণ জিতলেন আব্দুল্লাহ আল টিটু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২০: ২৪
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সংগৃহীত ছবি

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

আজ রবিবার (২১ ডিসেম্বর) অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ দলের এই সাফল্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ অভিনন্দন জানিয়েছেন।

ব্রোঞ্জ পদক জয় করেছেন নুসাইবা তাজরিন তানিশা (ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়), জুবাইদাহ জাফরিন (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ), রিদোয়ান রাব্বানী (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), খোন্দকার মুশফিকুল ইসলাম (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ) এবং প্রিয়ন্তী দাস (স্কলাস্টিকা)।

টেকনিক্যাল পদক অর্জন করেছেন মোহাম্মদ জারিফ বিন সালেক (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), নাফিয়া বাসার সুহানী (মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ), জাইমা যাহিন ওয়ারা (উইলিয়াম কেরি একাডেমি) এবং প্রিয়ন্তী দাস (স্কলাস্টিকা)।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এবারের সাফল্যসহ বিগত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি স্বর্ণপদকসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

Ad 300x250

সম্পর্কিত