leadT1ad

দুর্ঘটনার জেরে উত্তরাসহ আশপাশের এলাকায় বন্ধ গ্যাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২২: ২৯
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লোগো। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।

এ ভাল্ভ গ্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব‍্যবহৃত হয়। এটি পাইপলাইনের বিভিন্ন পয়েন্টে থাকে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুণ দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে।

গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। ওইদিন রাতে নতুন ভাল্ভ বসানোর পর আবার গ্যাস সরবরাহ চালু হয়।

Ad 300x250

সম্পর্কিত