গণতান্ত্রিক অধিকার কমিটির সংবাদ সম্মেলন
স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের জন্য সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানকে বাধ্যতামূলকভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে এবং নিজ পরিবারের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল ব্যবহার করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদ এই প্রস্তাব তুলে ধরেন। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তাঁদের উদ্দেশ্যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যখাতে জিডিপির বরাদ্দ কমপক্ষে ৫ ভাগে উন্নীত করতে হবে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, গুণগত পরিবর্তন আনতে হবে। এর জন্য একটি জায়গা আমরা খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই—রাষ্ট্রীয় বা পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোতে সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সরকারি সকল পেশাজীবী ও কর্মকর্তাদের সন্তান ও পরিবারের সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।’
দেশের অর্থনীতির কাঠামো পরিবর্তন ও বিদেশি ঋণের স্বচ্ছতার দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, বাজেট প্রণয়ন ও বিদেশি ঋণের ক্ষেত্রে জনগণ অন্ধকারে থাকে। বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবির ওপর নির্ভরশীলতা কমিয়ে জনস্বার্থে নীতিমালা প্রণয়ন করতে হবে। ঋণের শর্ত এবং প্রকল্পের বিস্তারিত জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে গত সরকারের আমলে দুর্নীতির আখড়া হিসেবে অভিহিত করে আনু মুহাম্মদ বলেন, ‘দায়মুক্তি আইনের অধীনে যেসব অসম ও দেশবিরোধী চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। আমদানি নির্ভর এলএনজি বা জ্বালানি নীতির পরিবর্তে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দিতে হবে।’ তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও মহাপরিকল্পনার নামে এলএনজি-নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে, যা আত্মঘাতী।
নির্বাচন প্রক্রিয়ায় টাকার খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে কমিটি। প্রস্তাবে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য জামানতের অর্থ কমানো বা বাতিল করতে হবে যাতে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচনে আসতে পারেন। এ ছাড়া, নির্বাচনে প্রার্থীদের প্রচারণার দায়িত্ব ও খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধনের বর্তমান প্রথা (আরপিও) বাতিলের দাবি জানানো হয়।
প্রশাসনিক ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। আনু মুহাম্মদ বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট বা নীতিমালা আজও ইংরেজি ভাষায় প্রণীত হচ্ছে, যা জনগণের সাথে বিচ্ছেদের শামিল। আদালতের রায় থেকে শুরু করে দাপ্তরিক সকল কাজ বাংলা ভাষায় হতে হবে।’
দেশে সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড (গান, নাটক, কনসার্ট) ও নারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কোটা ব্যবস্থার সংস্কার প্রয়োজন, তবে অনগ্রসর ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য কোটা বহাল রাখা যৌক্তিক। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেটের চেয়ে ভারতীয় রাষ্ট্রের আগ্রাসন, সীমান্ত হত্যা এবং পানি বণ্টন ইস্যুগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর বিরুদ্ধেই সোচ্চার হওয়া জরুরি।

রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের জন্য সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানকে বাধ্যতামূলকভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে এবং নিজ পরিবারের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল ব্যবহার করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদ এই প্রস্তাব তুলে ধরেন। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তাঁদের উদ্দেশ্যে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যখাতে জিডিপির বরাদ্দ কমপক্ষে ৫ ভাগে উন্নীত করতে হবে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, গুণগত পরিবর্তন আনতে হবে। এর জন্য একটি জায়গা আমরা খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই—রাষ্ট্রীয় বা পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোতে সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সরকারি সকল পেশাজীবী ও কর্মকর্তাদের সন্তান ও পরিবারের সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।’
দেশের অর্থনীতির কাঠামো পরিবর্তন ও বিদেশি ঋণের স্বচ্ছতার দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, বাজেট প্রণয়ন ও বিদেশি ঋণের ক্ষেত্রে জনগণ অন্ধকারে থাকে। বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবির ওপর নির্ভরশীলতা কমিয়ে জনস্বার্থে নীতিমালা প্রণয়ন করতে হবে। ঋণের শর্ত এবং প্রকল্পের বিস্তারিত জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে গত সরকারের আমলে দুর্নীতির আখড়া হিসেবে অভিহিত করে আনু মুহাম্মদ বলেন, ‘দায়মুক্তি আইনের অধীনে যেসব অসম ও দেশবিরোধী চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। আমদানি নির্ভর এলএনজি বা জ্বালানি নীতির পরিবর্তে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দিতে হবে।’ তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও মহাপরিকল্পনার নামে এলএনজি-নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে, যা আত্মঘাতী।
নির্বাচন প্রক্রিয়ায় টাকার খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে কমিটি। প্রস্তাবে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য জামানতের অর্থ কমানো বা বাতিল করতে হবে যাতে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচনে আসতে পারেন। এ ছাড়া, নির্বাচনে প্রার্থীদের প্রচারণার দায়িত্ব ও খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধনের বর্তমান প্রথা (আরপিও) বাতিলের দাবি জানানো হয়।
প্রশাসনিক ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। আনু মুহাম্মদ বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট বা নীতিমালা আজও ইংরেজি ভাষায় প্রণীত হচ্ছে, যা জনগণের সাথে বিচ্ছেদের শামিল। আদালতের রায় থেকে শুরু করে দাপ্তরিক সকল কাজ বাংলা ভাষায় হতে হবে।’
দেশে সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড (গান, নাটক, কনসার্ট) ও নারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কোটা ব্যবস্থার সংস্কার প্রয়োজন, তবে অনগ্রসর ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য কোটা বহাল রাখা যৌক্তিক। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিকেটের চেয়ে ভারতীয় রাষ্ট্রের আগ্রাসন, সীমান্ত হত্যা এবং পানি বণ্টন ইস্যুগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর বিরুদ্ধেই সোচ্চার হওয়া জরুরি।

দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক প্রার্থীদের সমর্থনে সাতটি আসনে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
১৫ মিনিট আগে
গণভোটের বিষয়গুলো অনুমোদন পেলে রাজনৈতিক দলগুলো জনতার প্রশ্নের মুখে পড়বে এবং সংস্কারের সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা: ক্রান্তিকালে দুঃসহ পথচলা’
২৯ মিনিট আগে
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
৩ ঘণ্টা আগে