স্ট্রিম সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের তিন গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১৯ লাখ টাকা সরানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তাদের টাকা সরানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক আবুল বশরের অ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তাঁর প্রবাসী ছেলে মনসুর আলমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ছোট ছেলে ইফতেখার আলমের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৯৫ হাজার টাকা।
গ্রাহকের অজান্তেই এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। গত ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আবুল বশর জানান, তিনি কোনো লেনদেন করেননি।
মানববন্ধনে ভুক্তভোগীরা শাখা ম্যানেজার দিদারুল আলম ও জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুর রহমানকে দায়ী করেন। আবুল বশরের অভিযোগ, টাকা উদ্ধারের কথা বলে ব্যাংকের ম্যানেজার তাঁর কাছে ঘুষ দাবি করেছেন। প্রথমে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানালেও ঘুষ না দেওয়ায় উদ্ধার কাজে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেন ম্যানেজার।
অভিযোগ অস্বীকার করে শাখা ম্যানেজার দিদারুল আলম বলেন, টাকাগুলো অ্যাপসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অ্যাপসের লেনদেন প্রধান কার্যালয় সরাসরি তদারকি করে। তাই এই জালিয়াতিতে তাঁর বা শাখার কর্মকর্তাদের দায় নেই। বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে ও তদন্ত দল শাখা পরিদর্শন করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লেনদেনের যাবতীয় তথ্য ও জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছে।

ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের তিন গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১৯ লাখ টাকা সরানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তাদের টাকা সরানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক আবুল বশরের অ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তাঁর প্রবাসী ছেলে মনসুর আলমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ছোট ছেলে ইফতেখার আলমের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৯৫ হাজার টাকা।
গ্রাহকের অজান্তেই এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। গত ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আবুল বশর জানান, তিনি কোনো লেনদেন করেননি।
মানববন্ধনে ভুক্তভোগীরা শাখা ম্যানেজার দিদারুল আলম ও জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুর রহমানকে দায়ী করেন। আবুল বশরের অভিযোগ, টাকা উদ্ধারের কথা বলে ব্যাংকের ম্যানেজার তাঁর কাছে ঘুষ দাবি করেছেন। প্রথমে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানালেও ঘুষ না দেওয়ায় উদ্ধার কাজে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেন ম্যানেজার।
অভিযোগ অস্বীকার করে শাখা ম্যানেজার দিদারুল আলম বলেন, টাকাগুলো অ্যাপসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অ্যাপসের লেনদেন প্রধান কার্যালয় সরাসরি তদারকি করে। তাই এই জালিয়াতিতে তাঁর বা শাখার কর্মকর্তাদের দায় নেই। বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে ও তদন্ত দল শাখা পরিদর্শন করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লেনদেনের যাবতীয় তথ্য ও জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
২২ মিনিট আগে
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
১ ঘণ্টা আগে
বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে