leadT1ad

বিজিবির হাতে আটক ভারতীয় ২ গরু চোরাকারবারি কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে আটকৃত ভারতীয় দুই গরু চোরাকারবারি। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে আটক ভারতীয় দুই গরু চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেয়ে গত শুক্রবার রাতে উপজেলার মণাকষা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে। পরে শিবগঞ্জ থানায় হস্তান্তর করলে অনুপ্রবেশের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার দুই ভারতীয় হলেন–দেশটির মালদা জেলার বৈষ্ণবপুর থানার পারবৈদ্যনাথপুর গ্রামের আব্দুল কাদির (৩০) ও দেলোয়ার হোসেন (৩৪)। এ ছাড়া তাঁদের সহযোগী হিসেবে মারুফ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। মারুফের বাড়ি শিবগঞ্জের জরাপুর গ্রামে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গত ৩ ডিসেম্বর ভোরে ওই দুই ভারতীয় চোরাকারবারি কাঁটাতার বিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে ঢোকেন। স্থানীয় চোরাকারবারি মো. ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করেন তাঁরা। পরে ভারতে ফিরতে চাইলেও সীমান্তে বিজিবির টহলের কারণে না পেরে ৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন। পরে স্থানীয় মারুফের সহায়তায় তাঁরা ঠুঠাপাড়া এলাকায় আত্মগোপন করেছিলেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া স্ট্রিমকে বলেন, অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। আর বাংলাদেশি মারুফকে অন্য মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত