leadT1ad

মানসিক সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

চুয়াডাঙ্গার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষককে নিয়ে দুই দিনের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

স্ট্রিম ডেস্ক
ঢাকা
৪০ জন শিক্ষককে নিয়ে দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি সংস্থা আইডেন্টিটি ইনক্লুশান।

চুয়াডাঙ্গার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষককে নিয়ে দুই দিনের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি সংস্থা আইডেন্টিটি ইনক্লুশান।

প্রশিক্ষণটি গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা অঞ্চলে আত্মহত্যার হার অনেক বেড়ে যাওয়ায় এবং মানসিক চিকিৎসার কোনো সুবিধা না থাকায় দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আইডেন্টিটি ইনক্লুশানের সাহায্য চায়। যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য চাহিদা চিহ্নিত করা, সাড়া দেওয়া এবং এজন্য সহায়তা দিতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। এই ক্ষেত্রে বিশেষ ঝুঁকির মুখে রয়েছেন মানসিক চাপ বা আত্মহত্যার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা। এই প্রশিক্ষণটি শিক্ষকদের উপায় এবং উপকরণ ব্যাবহারে দক্ষতা বৃদ্ধি করবে। এগুলো দিয়ে শিক্ষকরা আগে থেকেই শিক্ষার্থীদের সমস্যা শনাক্ত করা, সমাধানে সহায়তা এবং তাঁদের জন্য একটি নিরাপদ বিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে পারবেন।

এই প্রসঙ্গে আইডেন্টিটি ইনক্লুশানের প্রতিষ্ঠাতা ও প্রধান শমসিন আহমেদ বলেন, ‘কোন শিক্ষার্থীটি মানসিক সমস্যায় ভুগছে—এটি প্রথম লক্ষ্য করেন শিক্ষকরাই। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের জীবন বাঁচাতে পারেন। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াবে।’

প্রশিক্ষণে অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে ছিল মানসিক স্বাস্থ্যের মৌলিক ধারণা, প্রাথমিক মানসিক সহায়তা প্রদানের কৌশল, সক্রিয় শ্রবণ ও বিচারহীন যোগাযোগের কৌশল, আত্মহত্যার ঝুঁকির প্রাথমিক সতর্ক সংকেত চিহ্নিতকরণ ও রেফারেল ও জরুরি সাড়া প্রদানের প্রটোকল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করে মারা যায়, এবং ১৫–২৯ বছর বয়সীদের মধ্যে এটি মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বাংলাদেশেও কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে।

গবেষণায় দেখা যায়, প্রতিবছর ৬ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যায় প্রাণ হারান, যাদের অনেকেই ২৫ বছরের নিচে। আত্মহত্যা প্রতিরোধযোগ্য হলেও সচেতনতার অভাব, কটূক্তি, নেতিবাচক দৃষ্টিকোণ, এবং বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে আত্মহত্যা বা মানসিক চাপ সংক্রান্ত জটিলতা এবং ব্যাধি প্রতিরোধ করতে আমরা প্রস্তুত নই। তাই এ বিষয় আমাদের সময়োপযোগী হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

চুয়াডাঙ্গার স্থানীয় সরকার এই উদ্যোগে দৃঢ় সমর্থন জানিয়েছে। যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আল রোমাজ রাজন বলেন, ‘আমরা আইডেন্টিটি ইনক্লুশানের এই সময়োপযোগী প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। শিক্ষকদের মানসিক সহায়তা প্রদানের দক্ষতায় বিনিয়োগ মানে আমাদের শিশু-কিশোরদের ভবিষ্যতে বিনিয়োগ।’

Ad 300x250

সম্পর্কিত