leadT1ad

৪৯তম বিশেষ বিসিএস: ১০ অক্টোবর ঢাকায় এমসিকিউ পরীক্ষা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৬
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংগৃহীত ছবি

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন এ তথ্য জানিয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd

এবং পত্রিকায় প্রকাশ করা হবে।

সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

Ad 300x250

শিবির-সমর্থিত প্যানেলের জয় নিয়ে যা বললেন সাবেক ডাকসু নেতা মান্না-মুশতাক-খোকন

হরতালে অচল মোংলা বন্দরসহ জেলা, জনভোগান্তি চরমে

ভক্ত রাসেল হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার, স্বীকারোক্তি পাঁচজনের

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় যারা

ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

সম্পর্কিত