স্ট্রিম প্রতিবেদক

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি (হামলার) তাঁরা পরোক্ষভাবে আলোচনায় এনেছেন। কারণ, এটি একটি ভ্যান্ডালিজমের (ভাঙচুরের) ঘটনা এবং নিঃসন্দেহে এর প্রভাব নির্বাচনী পরিবেশের ওপর পড়ছে। তিনি বলেন, ‘যদিও ঘটনাটি নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তারপরও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এটি সম্পৃক্ত হওয়ায় নির্বাচন কমিশনের স্বার্থ এখানেও জড়িত।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের আলোচনায় সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো ইসিকে আশ্বস্ত করেছে যে একটি বৃহত্তর জাতীয় আবেগ ও অনুভূতিকে কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপকর্মটি সংঘটিত করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, কিছুটা ধৈর্য ধরুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত—তারা প্রত্যেকেই তাদের কৃতকর্মের যথাযথ প্রতিদান পাবে।’
এদিকে অপর এক প্রশ্নের জবাবে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬ জন আটক হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে ২ জন ও পলায়নে সহায়তাকারী ১ জন এখনও পলাতক। অভিযান চলমান রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি।’
এর আগে আজ বিকেলে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তফসিল-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন সম্পর্কে তিনি কথা বলেন। তিনি জানান, তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে—এসব ঘটনায় এখন পর্যন্ত মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি (হামলার) তাঁরা পরোক্ষভাবে আলোচনায় এনেছেন। কারণ, এটি একটি ভ্যান্ডালিজমের (ভাঙচুরের) ঘটনা এবং নিঃসন্দেহে এর প্রভাব নির্বাচনী পরিবেশের ওপর পড়ছে। তিনি বলেন, ‘যদিও ঘটনাটি নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তারপরও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এটি সম্পৃক্ত হওয়ায় নির্বাচন কমিশনের স্বার্থ এখানেও জড়িত।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের আলোচনায় সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো ইসিকে আশ্বস্ত করেছে যে একটি বৃহত্তর জাতীয় আবেগ ও অনুভূতিকে কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপকর্মটি সংঘটিত করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, কিছুটা ধৈর্য ধরুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত—তারা প্রত্যেকেই তাদের কৃতকর্মের যথাযথ প্রতিদান পাবে।’
এদিকে অপর এক প্রশ্নের জবাবে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬ জন আটক হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে ২ জন ও পলায়নে সহায়তাকারী ১ জন এখনও পলাতক। অভিযান চলমান রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছি।’
এর আগে আজ বিকেলে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তফসিল-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন সম্পর্কে তিনি কথা বলেন। তিনি জানান, তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে—এসব ঘটনায় এখন পর্যন্ত মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশে কারাগার ছাড়েন। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার তারাটি এলাকায়।
২ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’–এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না।
২ ঘণ্টা আগে
বিএনপি নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই আইন শিক্ষার প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে