স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহুল আলোচিত আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানি উপলক্ষে আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। এর মধ্যে জেআইসি সেলে গুমের ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৩ জনকে।
মামলায় শেখ হাসিনা ছাড়া পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম প্রমুখ।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অভিযোগে ১৭ জন এবং জেআইসি সেলে গুমের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক দুটি মামলাতেই আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এদের মধ্যে ১৩ জন গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক।
এর আগে, গত ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন (৭ ডিসেম্বর) ধার্য করেছিলেন আদালত। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহুল আলোচিত আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানি উপলক্ষে আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। এর মধ্যে জেআইসি সেলে গুমের ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৩ জনকে।
মামলায় শেখ হাসিনা ছাড়া পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম প্রমুখ।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অভিযোগে ১৭ জন এবং জেআইসি সেলে গুমের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক দুটি মামলাতেই আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এদের মধ্যে ১৩ জন গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক।
এর আগে, গত ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন (৭ ডিসেম্বর) ধার্য করেছিলেন আদালত। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরকে (১৭) বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন দ্বাদশ সমাবর্তন নিয়ে গ্র্যাজুয়েটদের দাবি উপেক্ষা করার অভিযোগে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, রাবি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
৩ ঘণ্টা আগে